Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অবশিষ্ট জীবন

: | : ২১/১০/২০১৩

চিনতে পারছ জাজি?

কে?

এখনো–পারলে না বুঝি?

কে?–

নামেই যদি চিনতে হয়, সাধারণ কথা নয়

বন্ধুত্বের কিবা রইল পরিচয়

আমার কণ্ঠস্বর এতই কি কর্কশ

ধাপে ধাপে ধাবিত হচ্ছে কৈলাসে

আমার কামনার কণ্ঠজীবন অবশ?

আমি অবাক, বাঁধভাঙা কান্নার কথা ভেসে

আসছে আমার কানের পর্দা ছেদন করি

কে যেন বজ্রকণ্ঠে–পাগলের বন্দিঘরে মত্ত হৃদ্যশ্রী

সত্যি কি তাই? নীরব কেন তবে?

না না না–

তোমার অশুভছায়া অঘটন ঘটে কবে

এ প্রার্থনা–

আর কিছু চাই না–মিনতি রাখ তবে

যদি একবার বন্ধু বলে থাক

এ প্রার্থনা রাখ

কষ্টের কোনো অবসান নেই জানি

তবু বেদনা খাঁটি–বন্ধুত্বে থাকুক অবশিষ্ট জীবন

সবকিছু আবার ধন্য হবে মানি

তোমার আগমনী, এ আমার নিবেদন

আমি লিখে দিলাম হৃদ্যমনির কথ্য–

পাগলাগারদে উত্তম–চায় না একান্ত হস্ত।

 

২০ জ্যৈষ্ঠ, ১৪১৮–

ডি সি রোড, চট্টগ্রাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top