Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মনে পড়েছিল

: | : ২১/১০/২০১৩

ওগো নারী –

আপন ভেবেছিলাম আমি তোমায় ;

অথচ্ –অথচ্ তুমি করলে পর ,

আমায় গিয়াছ ভূলে –

দিয়েছো দূরে ঠেলে –

আপন মনে করছ এখন

অন্য স্বামীর ঘর ।

 

তোমার ঘরে ফুটফুটে সন্তান

কাটে দিন হেসে খেলে ,

আমার ঘরটা শূন্য আজো

জ্বলছে আগুন এ বুকে

দিয়েছো যে আগুন জ্বেলে ।

 

কান্না শোন অবিরত

তোমার সে ছোট্ট শিশুর

সব ভূলে যাও মা- ডাক শুনে ,

তবে আমি বাঁচি কি করে বল

তুমি নেই কেউ নেই

রইল না কেউ আমার শূন্য মনে ।

 

তুমি কি আমায় চিনবে বল ?

দেখা হয় যদি কোন দু-ঘরের মাঝ পথে ,

তুমি আছো আমি  আছি ,

বৈদ্যুতিক বাতি জ্বলছে পাশেই –

নীরব নির্জন সেখানটাতে ।

 

জানি আমি জানি ইয়ারন

সে আমি ভালো করেই  জানি

তুমিও চিনবে না আমিও চিনবো না

কাছে থেকেও আজ দু-জনে

দূরে —অনেক—দূরে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top