Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

যে কোন মূল্যে …………..!!!

: | : ২১/১০/২০১৩

 

১৯৫২ সালে যে কোন মূল্যে কথাটি শুনেছিলাম ।তাতে আমরা কি পেয়েছি ? বলেন কি পেয়েছি তাতে ? হ্যা, এই যে আমার কথার ভাষা, প্রান খুলে কথা বলার অধিকার, লেখার অধিকার………আরো কত অধিকার । সেদিন যে কোন মূল্যে কথাটি দিয়ে আমরা হারিয়েছি কতগুলো তাজা প্রান যাদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত । আমরা গর্বিত । ১৯৫২ সালের রক্তের বিনিময়ে ভাষা পেয়ে গর্বিত !

    আবার ১৯৭১  । এবার যে কোন মূল্যে স্বাধীনতা পাওয়ার ডাক ! দেশের বৃদ্ধ, তরুন, শিশু সবাই এক মরন নেশায় আসক্ত । কিসের বলে স্বাধীনতা পেতে হবে । শাসন শোষনের পিজ্ঞর খুলে আমরা স্বাধীন হয়েছিলাম ঐ যে কোন মূল্যে কথাটি দিয়েই ।

আজও চারিদকে একটি কথাই শুনছি । হৃদয়টা কেমন যেন করে উঠছে । এই যে কোন মূল্যে কথাটি আসলেই অনেক রক্ত চোখে ভেসে ওঠে । স্বাধীনতার পর যতবার যে কোন মূল্যে কথাটি ব্যবহার হয়েছে তার প্রায় সবগুলোই ছিলো রাজনৈতিক সহিংশতার কারন । গন অভ্যুথ্যান, গনতন্ত্রের আন্দোলনও ছিলো রক্তমাখা । আমরা যে স্বাধীনতা পেয়েছি তাও রক্ত দিয়েই । যতবার এদেশে নির্বাচন আসে ক্ষমতা বিভক্তিকরন হয় দুই দলের মধ্যেই । তারপরও বার বারই যে কোন মূল্যে কথাটি ব্যবহার করা হয় ।এই একটি কথায় দুই দলের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় !এ কোন উন্মাদনা, এ কিসের চাওয়া, এর কারন কি ? প্রশ্ন, উত্তর আর আপেক্ষিকতায় এর কোন সঠিক জবাব কেউই জানেনা । রাজনীতিকরা মানুষের দুর্বলতার জায়গাটি নিয়ে রেখেছে । মানুষ তাদের ডাকে বের হয়ে আসে । এটা আমাদের জন্য একদিক দিয়ে ভালোর দিকই । কারন এখনও মানুষ নেতৃত্ব মানে । কিন্তু একটি স্বাধীন দেশে যে কোন মূল্যেকথাটি ব্যবহারের প্রয়োজনীয়তা কি ?নতুন করেতো আমরা পরাধীন হইনি । রাজনৈকি কারনে যে যে ক্ষেত্রে মানুষ হেনস্থা হয় যেমন তার মধ্যে দুর্নীতি বেড়ে যাওয়া, দ্রব্য মূল্য বেড়ে যাওয়া, আইন শৃঙ্খলার অবনতি, মানুষে মানুষে হানাহানি এগুলো । কিন্তু এই ধারা পরিবর্তনের জন্য যে নির্বাচন পদ্ধতি রয়েছে তাতে জনসাধারনের ভোট যেদিকে পড়বে তারাই গঠন করবে পরবর্তি সরকার ।

কিন্তু এই নির্বাচন যতবারই আসে ততবারই আমরা দেখি রক্তের বন্যা । এদেশ যারা রক্ত দিয়ে স্বাধীন করেছিলো এখনও তাদের পুরুস্কৃত করা হয় প্রতি বছর । তাদেঁর রক্তের ঋন আমরা কোনদিনও শোধ করতে পারবোনা । আজ যে রক্তগুলো ঝরছে এই তাজা প্রান যাতে না হারায় তার জন্য ১৯৫২, ১৯৭১ জন্ম হয়েছিলো । কিন্তু কোন কারনে আজও আমরা এক সাড়িতে দাড়িয়েঁ বলতে পারি না, যে কোন মূল্যে দেশকে আমরা শান্তিতে রাখবো ?

গত দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রি জাতির উদ্দেশ্যে নমনীয় কন্ঠে যে ভাষন প্রদান করেছেন তাতে অনেক প্রশ্নের উত্তরই জনগন পেয়েছে, আশাবাদীও হয়েছে এবং আশাবাদী হওয়ার মতই ছিলো । কিন্তু গতকাল যখন বলা হল রাজধানীতে সব সভা মিছিল বন্ধ তখন আবার উচ্চারিত হল যে কোন মূল্যে সভা মিছিল করা হবে । পুলিশও যে কোন মূল্যে প্রতিরোধ করা হবে !

আবার সেই যে কোন মূল্যে !!!

রাস্তায় রিকশাওয়ালা রিকশা চালায়, মুচার জুতো শেলাই করে, হোটেল ব্যবসায়ী খাবার সাজায়, প্রেমিক প্রেমিকা অনেক অপেক্ষার পর দেখা করতে আসে তখনই শুরু হয় হই হুল্লোর, ককটেল বিস্ফোরন, পুলিশের চিরুনি অভিযান !প্রান যায় সংসারের উপার্জনক্ষম একটি মাত্র ব্যক্তির, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় আর অপেক্ষারত প্রেমিকের প্রেমিকার মৃত্যু ঘটে, মা হারায় তার প্রিয় সন্তানকে আর রাজনৈতিক দল বলে যায় শুধু একটি কথা যে কোন মূল্যে!!!

    এই মূল্য কি যেকোন মূল্য ? একটি পরিবারের একজনের মৃত্য মানে ঐ পরিবারের সবগুলো মানুষের সারাজীবনের হাহাকার, সারাজীবনের না পাওয়া, আরো কত করুন আকুতি, কতশত আর্তি না পাওয়ার ।

    আসুন সব রাজনৈতিক দল এই প্লাটফর্মে দাড়িয়েঁ বলি যে কোন মূল্যে দেশকে একটি সুন্দর দেশে পরিনত করার জন্য মিলেমিশে  কাজ করবো ।জাতি আপনাদের কাছে আকুতি জানায় বার বার আপনারা আলোচনায় বসে দেশকে এগিয়ে নিয়ে যান, আমরা আপনাদের পাশে সাহায্যের জন্য আছি একই লাল সবুজ পতাকা তলে, স্বাধীন বাংলাদেশে, বাংলা মায়ের কোলে ।  

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top