Top today
দূরে
সন্ধাকালে গাছের ডালে
কাকের ডাকা-ডাকি ,
ছোট খোকা যাচ্ছে দূরে
ডাকছে কাকা-কাকি ।
ঘরে এসো পড়তে বসো
পড়ায় দিওনা ফাঁকি ,
না লিখিয়া অ,আ
করোনা আর চালাকি ।
সন্ধাকালে গাছের ডালে
কাকের ডাকা-ডাকি ,
ছোট খোকা যাচ্ছে দূরে
ডাকছে কাকা-কাকি ।
ঘরে এসো পড়তে বসো
পড়ায় দিওনা ফাঁকি ,
না লিখিয়া অ,আ
করোনা আর চালাকি ।