Top today
নিঃসঙ্গতা…
আজ এই মনের ছোট্ট কুঠিরে
ব্যাথারই ঝরণা ঝরে
আবেগ তাড়ানায় ব্যথিত হৃদয়
তোমাকে মনে পড়ে।
নিঃসঙ্গতা একাকি আমার
বেদনা বাড়ায় শুধু
জাগ্রত হায় নয়ন যুগল করেছ
এই কোন যাদু।
প্রতিটি প্রহর,প্রতিটি দন্ড
এক যুগ মনে হয়
তোমায় বিহনে পথ চলা
আমার বড়ই যাতনাময়।
মিষ্টি তোমার মুখের হাসি,চোখের চাহনী
পলক পড়ার ছন্দ তোমার এতই বিশাল
আকাশ যে হার মানে।
চোখের মনি ইশারাতে
আমায় কাছে টানে
চাঁদের হাসি অম্লান হয়ে যায়
দেখলে তোমার হাসি
তাইতো তোমায় অবিরত
বলছি ভালোবাসি।