Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

পুনে (ইন্ডিয়া)…… ভ্রমন (৬ষ্ট পর্ব-পার্বতী হিল)

: | : ২২/১০/২০১৩

আগা খাঁ প্যালেস হতে বের হয়ে আমরা রওয়ানা হই পার্বতী হিলের দিকে ……… ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাই সেখানে ……
১। উঠার সিঁড়ি
https://farm4.staticflickr.com/3804/10397776495_8db0e928b5_z.jpg

এত উঁচু হবে প্রথমে ভাবতে পারিনি ।

২। আরেকটি দৃশ্য
https://farm3.staticflickr.com/2893/10397934853_df9df79b35_z.jpg

আস্তে আস্তে সবাই উঠছি তো উঠছিই সিড়ি শেষ হয় না আর …. এরই মধ্যে এক আপা আর এক ভাই সিঁড়ি ভেঙ্গে অর্ধেক উঠে আবার নিচে নেমে গেছেন কষ্টের কারণে । আমি তো এক নম্বর হইছি । দৌঁড়াইয়া উপরে উঠেছি । কষ্ট যে হচ্ছিল না তানা ।

আমি সবাইকে বুদ্ধি দিলাম যেন তারা সিঁড়ি ঝিকঝাক পদ্ধতিতে উঠেন মানে কোনাকুনি করে প্রতিটি সিঁড়ি তাহলে কষ্ট কম হবে । অনেকেই আমার কথামত উপরে উঠেছেন ……. একেবারে হাফিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাপ্রে ……….অবশেষে উঠে গেলাম একেবারে উপরে মানে পার্বতী হিলে…..

৩। উঠতেই দেখি একটা মন্দির । কি নাম ছিল সেটার দেখিনি
https://farm4.staticflickr.com/3752/10397761474_d0cf25ec3f_z.jpg

৪। এটি আরেকটি মন্দিরের গেইট । এখান দিয়ে গিয়ে আমরা উপরে উঠে পুনের দৃশ্য দেখেছি
https://farm3.staticflickr.com/2891/10397933093_ff3b4d5118_z.jpg

ভারতের পুনেতে পার্বতী হিল হল একটি উপগিরি বা ক্ষুদ্রপাহাড়  । এই ক্ষুদ্রপাহাড়টি সমুদ্রতল হতে ২১০০ ফুট উপরে (৬৪০ মিটার) । এই পাহাড়ে একটি মন্দির আছে যার নাম পার্বতী মন্দির । পাহাড়ের উপর থেকে পুনের সুন্দর দৃশ্যটি চোখের পড়ার মত । উচু নিচু বিল্ডিং, কোথাও বস্তি এলাকা আবার অনেক দুরের পাহাড়গুলো দেখতে দারুন ভাল লাগে ।

৫। মন্দিরের গায়ে লাগানো একটি মূর্তি…… এটি দেবদেবাশ্বরার মূর্তি বোধ হয়
https://farm4.staticflickr.com/3808/10397771555_44f6e06514_z.jpg

পার্বতী মন্দিরগুলো পুনের প্রাচীনতম ঐতিহ্যবাহী মন্দির । এটি পেশওয়া বংশের নিয়মানুযায়ী নির্মিত হয়েছিল । পার্বতী পাহাড়েরর বিস্তৃত সুন্দর দৃশ্যস্পটে দর্শকদের জন্য একটি পর্যবেক্ষণ স্পট হিসাবে ব্যবহার করা হয় । এটি দ্বিতীয় সবোর্চ্চ পয়েন্ট পুনের (ভেটাল হিলের পরে) । এই পাহাড়ে উঠতে ১০৩ ধাপ সিঁড়ি মাড়িয়ে উঠতে হয় । পাহাড় আর মন্দিরের সমন্বয়ে সুন্দর একটি দৃশ্যপট…….. যা খুবই ভাল লাগছে আমার ।

৬। সুন্দর সবুজ গাছপালা । উপর থেকে উঠাইছি
https://farm4.staticflickr.com/3831/10397793376_7cc9f802e8_z.jpg

৭। এটিও উপর থেকে তোলা
https://farm4.staticflickr.com/3798/10397767875_5e1f6dfdd1_z.jpg

৮।  মন্দিরের উপরের অংশ
https://farm6.staticflickr.com/5499/10397766165_bacb559d13_z.jpg

৯। মন্দিরের ভিতর
https://farm4.staticflickr.com/3738/10397925273_c7633acc9b_z.jpg

১০। পুরো মন্দির
https://farm6.staticflickr.com/5487/10397786636_b04fb3878a_z.jpg

এই মন্দিরটাই বেশী দেখা হইছে এবং সুন্দর ছিল মন্দিরটি

১১। মন্দিরে একাংশ
https://farm4.staticflickr.com/3748/10397786056_0e3f4ab63a_z.jpg

১২।শ্রী সূর্য নারায়ন মন্দির
https://farm3.staticflickr.com/2888/10397761285_2c883d8230_z.jpg

১৩। মন্দির
https://farm8.staticflickr.com/7414/10397920863_a6d21fda2f_z.jpg

১৪। এখান থেকেই আমরা পুনের শহর দেখতে পেরেছি
https://farm6.staticflickr.com/5500/10397745934_8470dfc58a_z.jpg

১৫। কি সুন্দর সবুজ গাছপালা…..
https://farm3.staticflickr.com/2854/10397743854_fefea0b4ae_z.jpg

১৬। পুনে শহর
https://farm4.staticflickr.com/3775/10397755965_afdbde3b55_z.jpg

১৭। উপরে একজন আয়েশ করে দৃশ্য দেখতেছে
https://farm8.staticflickr.com/7395/10397754565_fd541ed557_z.jpg

১৮। বস্তি এলাকা
https://farm6.staticflickr.com/5532/10397740614_db906f8b6b_z.jpg

১৯। সাদা বিল্ডিং গুলো ভাল লাগছিল
https://farm3.staticflickr.com/2855/10397739764_44b3e7ee8a_z.jpg

২০। আর কিছু সবুজ
https://farm8.staticflickr.com/7370/10397774536_232bf2afc2_z.jpg

২১। সুন্দর পুনে শহর
https://farm3.staticflickr.com/2883/10397908493_b772035594_z.jpg

২২। অই যে দুর পাহাড় । কি চমৎকার লাগছিল । কোন পাহাড়ে গুড়ি গুরি বৃস্টি হচ্ছিল ….. আকাশ মেঘলা থাকায় ছবিগুলো তেমন স্পষ্ট আসেনি । সবই ঘোলাঘোলা…….. আমাদেরকেও শেষ পর্যন্ত বৃষ্ঠি ভিজাইছিল………. বৃষ্টির কারণে বেশীক্ষণ আর থাকা হয়নি সেখানে …….বৃষ্টি নেমে গেছে
https://farm3.staticflickr.com/2883/10397908493_b772035594_z.jpg

 

মূল মন্দির দেবদেবাশ্বরা কালো পাথর দিয়ে ১৭৪৯ সালে প্রতিষ্ঠিত হয় ।
নানাসাহেব মন্দিরটি পেশওয়ার অধীনে নির্মিত হয়েছিল
পার্বতী হিলে মোট ৫টি মন্দির আছে:

দেবদেবাশ্বর মন্দির (শিব ও পার্বতী)
কার্তিকেয়া মন্দির
বিষ্ণু মন্দির
ভিথাল মন্দির
রমনা মন্দির

এছাড়া এখানে মন্দির ছাড়াও পেশওয়া যাদুঘর আছে । নানাসাহেব পেশওয়া যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত এখানে বসবাস করেছে এবং তার সমাধীও এখানেই অবস্থিত । পার্বতী জল সাপ্লাই ট্যাংক এর পানি সরবরাহ করা হয় পুনের অর্ধেক জনগোষ্টির জন্য ।

বৃষ্টি আসাতে আমরা নামতে শুরু করলাম । সিড়িগুলো এত পিচ্ছিল হইছিল যে নামাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় বয়স্কদের জন্য । আমি সেন্ডেল খুলে হাতে নিয়ে নেই তারপর আগুল টিপে টিপে নামতে থাকি । আর অপর দিকে দেখি এক ভাইয়া আমার ফটো উঠাইতাছে মনে মনে খুশি হইলাম এই বৃষ্টির মধ্যে ছবি উঠানোর মজাই আলাদা ।……..

ইতোমধ্যে আমি নেমে এসেছি আর অন্যান্যরা নামতেছে ধীরে ধীরে । এমন সময় দেখি একটি সুন্দরী মেয়ে ধপাস করে পড়ে গেছে পিছলে কয়ে সিড়ি নিচে নেমে উঠে বসেছে । ব্যথা পাইলেও সে বুঝাইছে যে ব্যথা পায়নি । ……

পার্বতী পাহার দেখা শেষ হলে আমরা আবার রওয়ানা হলাম দিনকার জাদুঘরের উদ্দেশ্যে………..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top