Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বিদ্রোহী কবির গানে বাংলার ষড়ঋতু

: | : ২২/১০/২০১৩

জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা গানের অন্যতম প্রধান দিকপাল। কবিতায় প্রকাশিত বিদ্রোহের রণদামামা তিনি গানেও বাজিয়েছেন সমান তালে। সে সাথে বাংলার প্রকৃতি তাঁকে কতোটা আপ্লুত করেছে তাঁর অনেক গানে তার খবর মিলবে। আজ আপনাদের সাথে তাঁর এমন একটি গান শেয়ার করছি যে গানে বাংলার ষড়ঋতু অপূর্ব ধ্বনিমূর্ছনায়, চিত্রকল্পে ফুটে উঠেছে। সুরের মাদকতায় গ্রাম বাংলা কথা বলে উঠেছে………………………………………………………………..

একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটী জলে ঝলমল করে লাবনী।।

রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল লয়ে অশনি।।

কেতকী-কদম-যুথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে পুকুরে থৈ থৈ করে শ্যামল শোভার নবনী।।

শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি ছোপানো সাড়ি পরে ফের আগমনী-গীত গাহিয়া।
অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।।

শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে, কীর্ত্তন শোন রাতে মা।
ফাল্গুনে রাঙা ফুলের আবীরে রাঙাও নিখিল ধরণী।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top