Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার পরিচিতি

: | : ২৩/১০/২০১৩

আশা করি সবাই ভাল আছেন । আজকে প্রথম এই ব্লগে লিখতে বসেছি ,তবে জানিনা কতটুকু লিখতে পারব ।বাঙ্গালী হিসেবে বাংলার টানে বার বার ফিরে আসি বাংলা ব্লগে । ছোটকাল থেকে অজানা তত্ত্বকে জানা ,নতুন করে কিছু লেখার অভ্যাস ছিল আমার । ইংরেজী ব্লগে প্রায়ই নিয়মিত লিখে থাকি তাছাড়া একটা বাংলা ব্লগে প্রায়সময় লেখালেখি করি । এইবার একটু আমার পরিচিতিটা দেওয়া যাক ।আমার নাম তাজ উদ্দিন ।আমি একজন ভারতীয় নাগরিক এবং ভারতীয় আদর্শে অনুপ্রাণিত । ভারতের আসাম প্রদেশের করিমগজ্ঞ জেলায় জন্ম । বর্তমানে করিমগজ্ঞ কলেজে পড়াশুনা করছি ।আজকে আর বেশী নয় ।তবে আশা রাখি আগামীতে নিয়মিত লিখতে চেষ্টা করব ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top