Top today
“পাপের কালো জল”
ডুবে গেছ পাপের কালো জলে
কি করে দেখিবে পবিত্র কিরণ?
কালো জলে ঘোলা হয়েছে আঁখি
লুলা হয়েছে দৃষ্টি চরণ।
কর্ণের দুয়ার কালো জলে পূর্ণ
নিষিদ্ধ হয়েছে পবিত্র বাণী।
ময়লার পুরো দেয়ালে মাথা ঠুঁকে
পবিত্র শব্দের প্রতিধ্বনি।
কালো জলের প্রবাহমান নালী
নাসিকার দু’চিকন সুড়ঙ্গ।
দুর্গন্ধের চপেটাঘাত খেয়ে ফিরে এসেছে
সুবাসের পবিত্র তরঙ্গ।
পাপের কালো জলে মাখামাখি
সারা দেহে কালো অঙ্কন।
তাই পিছলে গেছে বারে বার;
আকড়ে ধরে রাখিতে পারেনি পবিত্র আলিঙ্গন।
পাপের কালো জলের স্থায়ী বাসিন্দা
অভ্যস্ততার মন্ত্র হয়েছে তাই মুখস্থ ।
পবিত্র হস্ত উপেক্ষা করিতে
তাই ছিল না এতোটুকু তটস্থ।