Top today
“জোছনার জল”
জোছনার রূপোলী জলে ভিজিতে চায় মন।
কালো মেঘের কালো চাদর করে প্রহসন।
কালো চাদর চুষে খায় জোছনার জল।
জোছনা শুকিয়ে কালো কয়লার অবিকল।
কালো মেঘ দিয়েছে জোছনার নদীতে বাধ।
বিষন্নতার ময়লায় মনের মলিন অবসাদ।
কালো চাদরের ছায়ায় হারিয়ে যায় পথের দিশা।
চলার গতি থমকে যায়; স্থিতিশীলতার অলস নেশা।
আশীর্বাদের শীতল হাওয়ার তরে করুণ প্রার্থনা।
উড়িয়ে নিয়ে যাও কালো চাদর;ঝরুক আলোর ঝরনা।
জোছনার জলে স্নান করিবে;শুচি হবে মন।
আলোর বৃষ্টিতে সজীব হবে ঐ নীল গগন।