আড়ালে
জীবন বোধের আড়ালটা কেমন ?
দেখেছো এক বৃদ্ধের মুখ
তার দৃষ্টি কি বলে ?
সন্তানের আকুতি,
নাকি অর্থ না পাওয়ার যন্ত্রণা
না উভয়ের অপ্রাপ্তি
শেষ জীবনে তার চাওয়া কতটুকুইবা ?
কিন্তু মুখটা বিষন্ন মাখা
মনে হয় না পাওয়া
অথবা বেশী পাওয়া
তবুও যেন ভ্রু কুচকে
শুধু ওপারে যাওয়ার চিন্তা….।
জীবন বোধের আড়ালটা কেমন ?
দেখেছো কি লক্ষ করে
এক ঝি এর মুখ
যে শহরের রাস্তার পাশে
কুড়ে ঘরে জীবন বাধেঁ
পোড়া কাগজে
ধোঁয়া মেখে রান্না করে
গালে হাত রেখে…..
কি বলে তার সরল দৃষ্টি?
উঁচু কোন ঘরের স্বপ্নে….
বিভোর কি তার মন
নাকি ছোট্ট শিশুর মুখের হাসি
ভুলিয়ে দেয় তার মন
রিকশা চালক স্বামীর দেওয়া
এক জোড়া লাল চুড়ি
দুঃখকে আড়াল করে
সুখ এনে দেয় বাড়ি
তবুও তার করুণ চাওয়া
আমায় করে আনমনা
জীবন বোধের আড়ালটাকে
সহজে না যায় চেনা…..।
জীবন বোধের আড়ালটা কেমন ?
প্রশ্ন করে পাও কি খুজেঁ
বাদামওয়ালার দিনশেষে
কয় টাকা তার থাকে ?
করুন চাহুনীর মানে দাঁড়ায়
বাড়ি গেলেই ছোট কন্যার
আবদারে হবে মন ভারি …!
কতশত পুতুল চাওয়া
বাবার অপারগতা
তাইতো তার
এত অস্থির নিরবতা ।
জীবন বোধের আড়ালটা
বোঝা বড় দায়
উচ্চ বিত্তে চিন্তা শুধু
টাকা কিভাবে বাঁচানো যায়
নিম্ন বিত্তে এসে দাঁড়ায়
শখের জিনিস পাওয়াই বড় আয় ।
জীবন বোধের আড়ালটা….
তবে কি হাহাকারেই শেষ হয় ?
সাঈদ চৌধুরী
রচনা কাল ২৪/১০/২০১৩ইং( রাত ১১:৩০ মিনিট)