Top today
বৃষ্টি আর তুমি
কালো মেঘে আকাশ
ঢেকে গিয়েছে
তোমাকে বড্ড বেশীী
মনে পড়েছে।
এমন মেঘলা দিনে
তুমি আমি হেঁটে
কত কথা বলা হতো
কলেেজেতে যেতে ।
কখনও নামতো বৃষ্টি
টিপটিপ করে
দুজনে ভিজতাম
হাতে হাত ধরে।
পড়ত বৃষ্টির জল
গাল,ঠোঁট বেয়ে
আমাদের ভালোবাসা
দিয়েছে ধুয়ে।
পাইনি তোমায় আমি
আপন করে
সুখে আছ আজ তুমি
অন্যের ঘরে।
কত কথা কত স্মৃতি
কত উপহার
কাছে নেই তুমি তাই
শুধু হাহাকার।।