Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“ইস্রাফিলের শিঙ্গা”

: | : ২৬/১০/২০১৩

শিঙ্গা ফুঁকবে ইস্রাফিল
অতঃপর হবে কেয়ামত।
আমরাই শিঙ্গা ফুঁকে দিলাম
সইলো না তর ততদিন যাবত।
ধ্বংসের বাঁশি বাজিয়ে দিলাম
শুরু হল ধ্বংসের খেলা।
ধ্বংসের অনলে জ্বলছে জনপথ;
এ যেন ধ্বংসের মেলা।
আসমানে বসে ভাবছে ইস্রাফিল
আমার তবে কি কর্ম?
ঐ এক কাজের ক্ষমতা নিয়েই তো
আমার হয়েছে জন্ম।
বাঙ্গালীর কাছেই ধরা খেলাম
আমার অধিকার নিলো কেড়ে।
সময়ের আগেই শিঙ্গা ফুঁকে দিলো
আমার কর্ম দিলো সেরে।
কেয়ামতের বাঁশি বেজেছে
বাঙ্গালীর ঘরে ঘরে দেখ তার আলামত।
আগুনে পুড়ে উড়ছে ছাই হয়ে;
ধ্বংসের নমুনা জনপথ।
ওরে ইস্রাফিল;কেমন করে করলে?
তোমার শিঙ্গা হাত ছাড়া।
ধ্বংসের বাঁশি বাজিয়ে দিয়েছে বাঙ্গালী;
বাঙ্গালীর বড্ড তাড়া।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top