Top today
একাকিত্ব
দুঃখ বিনা কেউ কি কাঁদে মনের সাধে,
এই জীবনে ?
কিন্তু জেনো, সবাই হাসে অবকাশে
সুখের দিনে।
মনটা খারাপ কেউ করো না,
কেউ কাঁদে না
কারো দুখে
পরম শোকে।
দেখবে যেমন- সাগর কাঁদে দিবা-রাতে,
বৃষ্টি ধারায়,
মানুষ তখন মহানন্দে গীতি-ছন্দে
বৃষ্টি ছুঁতে দু’হাত বাড়ায়।
কিন্তু কেহ একটি বারও,
বলে না- ওহে সাগর
তোমায় কোন প্রেমিক-নাগর,
মনটা নিয়ে ফাঁকি দিয়ে
গেছে চলে ?
তাই বুঝি চোখের জলে;
কেঁদে কেঁদে, জমাট বেঁধে
সাজাও মেঘে গগন বুকে ?
প্রতি বছর আষাঢ়-শাওনে ভাসলে মনে
সেই ব্যথাটা,
উড়ে উড়ে ঝুরে ঝুরে
কান্না করো মুসলধারে
বক্ষ ফাটা !