ধন্যবাদ জ্ঞাপনপূর্বক একখানি পএ ।
জনাব চোর মহাশয়,
প্রথমেই মহোদয়কে নিশ্চিন্ত করি , আমার এই চিঠি পেয়ে আপনার আতংকিত হবার কোন কারন নেই । আমি এখনো নিজেকে কিঞ্চিত জ্ঞানী ভাবি । তাই আইন আদালতের দ্বারস্থ হবো এমন দুষ্টচিন্তা আমার দ্বারা সম্ভব নয় । কেননা এদেশের আইন আদালত কোন স্বর্গে ঠেকেছে তা আমার ভালোই জানা । কিছু পয়সার শ্রাদ্ধ ছাড়া ঐ সকল ভদ্রলোকরা আমার কি উপকার করবে তা আমার আক্কেল দাঁত না গজালেও বেশ পরিস্কার বুঝি । আমি বরং আপনাকে চিঠি লিখেছি অন্য কারনে । বলা চলে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্য এই চিঠি লিখা । পৃথিবীতে আমাদের কৃতজ্ঞতাবোধ ধার করার পর্যায়ে রয়েছে । তাই সত্যিকারের খাঁটি’র প্রতি আমাদের শ্রদ্ধাবোধ কেবলই হ্রাস পেয়ে চলছে । আপনি হয়তো ভাবছেন আপনার এহেন চোরাকার্যে আবার কৃতজ্ঞতার প্রশ্ন কোথা হতে এলো ! প্রাসঙ্গিক ভাবনা আপনার । কিন্তু আমি এরচেয়েও অনেক বেশী প্রাসঙ্গিক । অনেক তন্ন তন্ন করেও আজকাল শুদ্ধ পেশা খুঁজে পাওয়া যায় না । আমাদের গানে ভেজাল । গায়কে ভেজাল । এমনকি শ্রোতাতেও ভেজাল । আমাদের নাটকে ভেজাল । নির্মাতায় ভেজাল । ভেজাল দর্শকে । আমাদের রাজনীতিতে ভেজাল । আমাদের রাজনীতিবিদ’রা ভেজাল । ভেজাল আমরা জনগন’রা । আমাদের কর্মে ভেজাল । আমাদের ধর্মেও ভেজাল । ভেজাল আমাদের চিন্তা । ভেজাল আমাদের সাধনা । এত এত ভেজালের মধ্যে একমাএ আপনি’ ই এ জাতির কিছুটা মান রেখে গেলেন । তা না হয় আর রক্ষে ছিল না । আমরা একেবারে নিজ সংস্কৃতি বিমুখ এমন দাবী এখন আর কেউ করতে পারবে না ।
আপনার চুরি বিদ্যার সফল চর্চায় আমার ঘটি বাটি বদনা কিছু গেছে বটে কিন্তু রক্ষা পেয়েছে জাতির ঐতিহ্য । সিঁদ কেটে চুরি এমন ঘটনা’তো আজকাল শুনাই যায় না । প্রযুক্তির ছোঁয়া ও নকলের বিষবাষ্পে আমাদের এ মূল্যবান ঐতিহ্য’তো প্রায় হারিয়ে যেতে বসেছিল । আপনার পেশার বিষয়ে আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু আপনার পেশাগত যে সততা আমি লক্ষ্য করলাম তা আমাদের অনেকের মধ্যেই নেই । আমরা সস্তা প্রতিষ্ঠা ও সহজ আয়ের চিন্তায় যেভাবে পেশাকে পতিতাবৃওির পর্যায়ে নিয়ে যাচ্ছি তাতে জাতি আশাহীন হয়ে পড়েছিল । আপনার এমন দেশপ্রেমিক চেতনা জাতিকে আবারো সঠিক পথে ফিরিয়ে আনবে এমন আশা রাখি । আপনার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা পূর্বক আজকের পএ এখানেই শেষ করলাম ।
ভাল থাকবেন ।
………..নিঃশব্দ নাগরিক ।
পুনশ্চ ঃ চুরি হয়ে যাওয়া সম্পদ আপনার যথাযথ ধার্য্যকৃত মূল্যে ক্রয় করতে আমার কোন আপওি নেই । এই বিষয়ে আপনার সদয় বিবেচনা কামনা করছি ।