Top today
প্রভু তুমি রক্ষা করো, দেশের সকল বান্দারে
এই যে ভাইয়া এই যে আপু, একটি কথা শোনো তো
ভোঁ ভোঁ করে ঘুরছে মাথা, হাত বাড়িয়ে ধরো তো
কানে আমার শোঁ শো করে, দিশা-মিশা পাচ্ছি না
পড়ালেখার চিন্তায় আমি, ভালো করে খাচ্ছি না
ঝগড়াঝাটি করছে সবাই, ঝগড়া দেখি থামছে না
দিনে দিনে বাড়ছে খালি, একটুখানি কমছে না
পরীক্ষাটা সামনে আমার, পড়ে গেলাম আন্ধারে
প্রভু তুমি রক্ষা করো, দেশের সকল বান্দারে