Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

যুদ্ধ খেলা বন্ধ করো

: | : ২৬/১০/২০১৩

———————————–

 

 

যুদ্ধ করে যায় না জেতা
হার মেনেছি তাই
তুমি আমার বোন হলে গো
আমি তোমার ভাই,

 
যুদ্ধ করলে যুদ্ধ হবে
তোমার আমার ক্ষয়
বিবেক কাদে, প্রাণ কাঁদে
সেই খানেতে ভয়,

 
যুদ্ধ কেন করবে বলো
যুদ্ধ কেন চাই?
ভাই বোনেতে যুদ্ধ হলে
জেতা বড় দায়,

 
তোমার রক্ত আমার রক্ত
ফারাক বলো কোথায়
পানি কাটলে হয় না দু,ভাগ
রক্ত কেমনে হয়?

 
অতীত ভুলের রথে চড়ে
সত্য মিথ্যা কিস্‌সা বলে
তিক্ততা যে বাড়ে শুধু
যুদ্ধ যুদ্ধ খেলে,

 
যুদ্ধ নয়রে শান্তি চাই গো
মনের ভ্রান্তি দূর করো
লোভে পাপ, পাপে মৃত্যু
মনে রেখো হে ভীরু।

 

যুদ্ধ খেলা বন্ধ করো
বিভেদ গুলো আপোষ করো
এক মাঠেতে এক কাতারে
শত্রুর সাথে লড়াই করো,

 
এই দেশটা তোমার আমার
এই দেশটা সবার
দেশ উন্নয়নে করবো যুদ্ধ
সবাই মিলে এবার।

 

———————————-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top