Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একটি রসের চুম্বনে

: | : ২৬/১০/২০১৩

_________________________

 

কি চাও  গো প্রিয়তমা নারী

জ্যোৎস্নার ঝলোমলো স্নিগ্ধ রাত

পূর্ণিমার রূপালী চাঁদ

মিঠিমিঠি জ্বলে যে দূরের তারা

শরৎ চপল শুভ্র মেঘমালা ?

আষাঢ়ে বর্ষনে সুখদ শিহরণে

যে সুর উঠে হৃদয়ের কোনে,

সবই তো তোমার জন্যে প্রিয়া 

তোমার জন্যে ঐ 

সাজিয়ে রেখেছি দূরে

আকাশের নীলে।

 

আর ও কি কিছু চাও গো প্রিয়া ?

এই নাও তবে-

তোমার সোনার আচঁল পেতে

শরৎ শিউলি মালা

বর্ণালী পাখার নীল  প্রজাপতি

উড়ে উড়ে যে ফুলের ‘পরে

মধু পান করে 

সেই ফুল, সেই নীল প্রজাপতি

আর কিছু গানের পাখী,

সাত রাজার ধন

আকুল ব্যাকুল মন ;

থরে থরে থরে

তোমার তরে

রেখেছি গো এই ধরণী তলে।

 

সবই তো তোমায় দিলাম প্রিয়া

যা ছিল সঞ্চয় মোর জীবনে –

আকাশে পাতালে কিংবা  

এই নধর অধর দেহে ;

তুমি কি প্রিয়া একবার

শুধু একাবার 

এই জনমে

রসে টই টুম্বুর কমলার কোষ-

ঐ দু’টো ঠোঁটে

ঠোঁট রেখে ওগো

কোন এক রূপালী রাতে

শিক্ত করিবে মোরে

একটি রসের চুম্বনে ?

 

চুম্বনরত দু’টি শুয়ো পোকা

________________________

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top