Today 18 Jan 2026
Top today
Welcome to cholontika

অনন্ত যাত্রা

: | : ২৭/১০/২০১৩

মহাকাল নামক সময়ের কাছে সঁপে দিয়েছি আমার পার্থিব সবকিছু
আমার মনের আঙ্গিনা জুড়ে এখন তাই বিধ্বস্ত কালো মেঘের ছায়া
জীবনের কুটিল সময়গুলো বারবার পিছন থেকে আমার
পুরান জামার আস্তিন টেনে ধরে ডাকে।
সময়ের এমন অসময়োচিত কান্ড দেখে হাসবো না কাঁদবো
আমি বুঝে উঠতে পারি না,
সময়ের কাছে আমার শতছিন্ন পুরান জামাটি খুলে দিয়ে ন্যাংটা হয়ে পথে নামি
হাঁটি, হাঁটি ক্লান্তিবিহীন এক মহাকালের পথে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top