Top today
যদি বল ধোঁয়া…
যদি বল ধোঁয়া,
আঁখির পলকে জাগে কূট বিদ্ধতা,
তবু জেনো কেউ জ্বলে গেছে…সংগোপন,
তাপের গভীরে কোথাও তো অগ্নি দীপ্যমান ছিল,
ধিকি ধিকি বুকের ভিতর দেখো,
ধোঁয়াহীন জ্বলেছে হৃদয় প্রলেপ,
সে বিরহ তোমার অগ্নি বেষ্ট দাব—
হৃদয় স্মৃতির অন্তঃস্থল।
বিরান ভূমির মরু তাপ,অশ্রুর সুরালাপ।।