Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অঙ্কুর ফুটুক গন্ধফুল

: | : ২৮/১০/২০১৩

এক রক্ত নদের বুকে

ফুটেছে এক স্বর্ণ অঙ্কুর

তার মধু মিষ্টি কলি ফুটে

ফুটে- ইচ্ছে না মহা গন্ধফুল।

বারে বারে ভূমধ্য- সাগর

তীর ভাঙ্গা স্বপ্ন দেখা কূল-

খন্ড খন্ড রক্তের ঝড় তুলা বকুল,

ঢেউয়ের মাঝে নৈতিক ধ্বংস

গভীত্বের জন্য নংড়া নীতি অটোল

বিশ্ব বিবেক শুধু ভাঠল-

স্বর্ণ অঙ্কুর গাঁয়ে তামাঠে মরিচিকা

কবে হবে চিরস্থায়ী বন্ধনা-

নাকি রক্ত জলে কঁচরিপানাফুল

অঙ্কুর তা চায় না-চায় না।

নিস্পাপ স্রোতের সাথে বাঁধ ভাঙ্গা

খেলা আর না আর না- একই

তালে পদ্ম শাপলা ফুটুক- দেশপ্রীতি

ভ্রাতৃতের প্লাবন বয়ে যাক।

 

লেখার তারিখঃ ২৭/১০/১৩

 =================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top