Top today			
			এলোমেলো ভাবনা
মেয়ে, আমায় তো করেছ পাগল তোমার ওই হাসিতে।
বাধ্য করেছ আমায়, তোমার মাঝে যেতে হারিয়ে।
আর হেসোনা আমার সামনে, ও মানসী,
ওই হাসি যে আমার হৃদয় কে ছেদ করে যায়।
তোমার চোখের দিকে তাকিয়ে থমকে যায় আমার সময়।
যদিও সময় আর নদি বহমান।
তোমার মাঝে আছে কি যাদু?- সত্যি করে বল।
কেন তোমার মাঝে আমার দিন চলে যায়।
হয়তো এই ভাবনা শুরু হয়েছে আরও আগেই,
যখন আমরা অপেক্ষায় ছিলাম এই ধরনীতে আসার জন্য।
যদি তা না হয়, তবে বল কেন এই ভাবনা
উকি দেবে এ মনের মাঝে হঠাৎ করে?
অপেক্ষা শুধু তোমার একটি জবাবের।
এরপর আরম্ভ হবে সুখের নীড় গড়া, শুধু তোমার আমার।
দুজনার প্রেমের সৃষ্টি যেমন অনেক আগেই
তেমনি থাকবে বহমান ভালবাসা মৃত্যুর পরে।
