Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কেউ নেই

: | : ২৮/১০/২০১৩

আজ মনেতে আমার ব্যাথা হয়ে বাজে কেউ নেই কেউ নেই,
আজ বিশাল  গহীন  সমুদ্রের  বুকে  ঢেউ নেই ঢেউ নেই।
আজ  বনে বনে  ময়ূর  কাঁদিছে  নেই মন-ময়ূরীর দেখা।
আজ  সবুজে  সবুজে  মনের  বেদনার নীলাভ ছবি আঁকা।

আজ  রৌদ্রে  কোন  ছায়া  নেই  অনস্তিত্তে ডুবেছে সবাই,
আজ  যত রুপ  ফুলের  বনের  বলে চল যাই, চল যাই;
আজ  মনের  যত  স্বপ্ন আছে  সবে আমারে দিয়েছে ছুটি,
আজ মনে  হয়  যত  রাত গেছে চলে সবেই করেছে ট্রুটি;

ব্যাথায়  মন, চলে  গেছে সে, স্বপ্ন-ময়ুর  ভুলিছে উড়িতে;
আজ  আকাশে  নেই  কোন  মেঘ গর্জনে গর্জনে ডাকিতে;
২২.০৬.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top