Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দার্জিলিং

: | : ২৮/১০/২০১৩
দার্জিলিং রেল লাইন
বড় আঁকা বাঁকা ,
যতটুকু প্রস্থ তার
ততটকুই ফাঁকা ।
বন জঙ্গলে অন্ধকার
সারা পাহাড় ভরা ,
সর্বদাই মাটি ভিজে
যতই হোক খরা ।বাঘ, ভাল্লুক, শুকর –
ডাকে হাজার পাখি ,
ভাঙ্গিয়ে ঘুম প্রাণী’র
বলে খোল আঁখি ।

হাঁটু স্তর মাটিতে
হাজার বৃক্ষের পাতা ,
কে ফেলবে পা ?
ভয় হৃদয়ে গাঁথা ।

রেল লাইনে হাতি
দাঁড়ীয়ে দেখছে রেল ,
ঘনিয়ে এলো সন্ধা
ডুবে যাচ্ছে বেল ।

——————————————————————————————————–
যুগান্তরের আলোর নাচন পাতা থেকে শিশু সাহিত্যিক লীলাদি স্মরণে তাঁর ‘’হাতি হাতি’’ গল্প থেকে নেওয়া ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top