Top today
দুঃস্বপ্নের বিড়ম্বনা
ফিরে আসছে আবার ওরা,
ঘুমক্ষেত্রে একত্রে করছে হামলা !
বেসামাল স্বপ্নবাসি ফের ব্যস্ত হারানোর শঙ্কায়, জাগরণের অস্বস্তি নিদ্রাপটেও তাকায় –
এ এক বিড়ম্বনা ;
হারানো আত্মাকে লুকানোর প্রচেষ্টা, অদৃশ্য হওয়ার অতৃপ্ত বাসনা –
এ এক মহা বিড়ম্বনা ;
অপ্রাপ্তির ভিড়ে ব্যর্থ তিরন্দাজ জীবনের প্রতি প্রহরে
মৃত্যু কামনায় উদ্বেলিত,
বিড়ম্বনা আতসবাজি পোড়ায় ।
১৯.২.১৩