মনে পড়ে আজ ও
মনে পড়ে আজ ও
ভাসমান অসংখ্য লাসের নগ্ন দৃশ্য
ডোবার কচুরিপানার নিচে নোংরা গন্ধ
চোখ করতে হয়েছে বন্ধ ।
ভুলতে পারিনা
রাতের আঁধারে গাঁয়ের বধুর
মুছে গিয়েছে ললাটের সিদুর
ফুপিয়ে ফুপিয়ে কান্নার রোল
আর্ত চিৎকার আজ ও ভেসে আসে কানে।
কুকুরের ঘেউ ঘেউ নাকি কান্না ?
বইছে মাঝে মাঝে করুন সুরের বন্যা
আজ ও ভেসে আসে কানে ,
মা-বোন নিয়ে ফুর্তিতে মাতোয়ারা
মানুষ নামের হায়ানারা
পিশাচদের কালো থাবায়
লুটে নেওয়া অমূল্য ধন ইজ্জত
কারো হাত, কারো পা বিকল করা
মা-বোনকে তাড়াকরা
আর শেয়ালকে কুকুরের তাড়াকরার সাদৃশ্য
যেন আজ ও ভুলতে পারিনা,
মানুষ আর পশুদের
বিভাজনে বড় ভুল হয় আজ
নিজে নিজে পাই লাজ ।
সমাজের উচ্চশিখরে অবস্থান করা
মানুষ নামের অমানুষদের গায়ে মাখা সুগন্ধির চেয়েও
উওম মনে হয় সেই লাশের দু্র্গন্ধ ও ।
ত্রিশ লাখ মা বোনের জীবন
ইজ্জত দিয়ে কেনা স্বাধীনতা
তোমাকে পাবার বড় সাধ
কবে পাব তোমার স্বাদ ?
নীতি হীন রাজনীতি
জন মনে আনে ভীতি !
ভাঙ্গে গাড়ি-পুড়ে বাড়ি
মানে নাকো নর-নারী ।
বনের ঝোপে অনিদ্রায় অনাহারে
শোকে, ভয়ে লুকিয়ে লুকিয়ে খুঁজেছি তোমায়
রক্তমাখা জামা পঁচা লাশ নিয়ে কত শকুনেরা
করছে টানা টানি
হুংকার গর্জন তর্জন আর অবলা নারি ধর্ষণ
আজ ও কী ভুলতে পারি ??
ছন্দ ছাড়া কবিতা লিখে যাব
তাল ছাড়া নাচ নেচে যাব
সুর ছাড়া গান গেয়ে যাব
যতদিন না পাবে পিতৃহারা শিশুর পিতা
বোন হারা ভাই ছেলে হারা মাতা
সু বিচার – ন্যায় বিচার।
বড় সাধ ছিল পাব স্বাধীনতার স্বাদ
থাকবেনা ভেদা ভেদ
ধরবেনা বন্ধুত্বে ছেদ
বহমান স্রোত ধারায় দেশ মাতৃকার সকল শাখা
গড়বো নিপুন শৈলিতে,
বড় ছিল সাধ
সখা গুজেবে সখির খোপায় হাসনা হেনা বেলি
শেফালি বকুল জুঁই চামেলী
পড়বে লাল টিপ ললাট
মিটাবে স্বাধীনতার স্বাদ।
ত্রিশ লাখ মা বোনের জীবন
ইজ্জত দিয়ে কেনা স্বাধীনতা
তোমাকে পাবার বড় সাধ
কবে পাব তোমার স্বাদ ?