Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ইদানিং…….কার ছড়া

: | : ২৯/১০/২০১৩

দেশের এই অবস্থায় এই ছড়াটিই মুখে আসছে বার বার……. (আমার কোন দোষ নাই)
====================================================
১।

নৌকা ফুটো
ধানে ছোঁচা
বুড়িদের
নাক বোঁচা ।
বন্দি করুম
কে দিব খাঁচা?
আর বাকি
এরা চাচা
সময় শেষ
আর কত বাছা?
সুযোগে মারলাম
পিনের খোঁচা
কথা কিন্তু মিছানা
এক্কেরে হাছা ।

২।
একটুখানি বৃষ্টি হলে
রাস্তা ভাসে বন্যায়
দেখেও কি দেখে না
বঙ্গবন্ধুর কন্যায়।
ইনার দোষ, উনার দোষ
ঠ্যালাঠ্যালি ক্ষমতায়
ভাবে না কেউ দেশের কথা,
পরম মায়া মমতায়।
উনি যাক তিনি যাক
বার বার ক্ষমতায়
মুদ্রার এপিট ওপিট
দেশ দুর্নীতির সমতায়।
আমি তুমি, তুমি আমি
সাধারণ পাবলিক
ক্ষতি হলে হবে মোদের
দিশেহারা দিগ্বিদিক।
যত কর চিল্লাচিল্লি
হাউ মাউ খাউ
যোগ বিয়োগ পূরণ ভাগে
ইকোয়েলে শুন্যটা যে পাও।
কি হবে! দেশের আজ
ভেবে কি লাভ
তর্ক বিতর্ক, হেন করব তেন করব
ঘরে বসে ধরলে ভাব;
দেখে যাও, শুনে যাও
বিদ্রোহী স্টাটাস দাও
রিমোট টিপ, বিনোদনে
দেশ প্রেমের গান গাও।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top