Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ইন্টারনেট ব্যাংকিং : প্রয়োজন সতর্কতা

: | : ২৯/১০/২০১৩

কম্পিউটারাইজড ব্যাংকিং এখন সময়ের দাবি। প্রযুক্তির সুবিধা মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছে। না নেওয়ার কোনো কারণও নেই। ইন্টারনেট ব্যাংকিং এর ব্যবহার তাই এখন অনেক বেড়েছে। ইন্টারনেট ব্যাংকিংয়ে যেমন অনেক সুবিধা তেমনি একটু অসতর্ক হলে হয়ে যেতে পারে অনেক বড় আর্থিক ক্ষতি। তাই এক্ষেত্রে প্রয়োজন কিছু সতর্কতা। যেমন ——–

*কখনওই সাইবার ক্যাফে বা অনেকে ব্যবহার করেন এমন কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যাংকিং করা ঠিক নয়।*কোনো ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড বা পিন নাম্বার জানতে চাওয়া হলে তার উত্তর দেয়া যাবে না।*পাওয়ার্ড কপি পেস্ট না করে সব সময় টাইপ করে দিতে হবে।

*মনে রাখবেন, ব্যাংকের কেউ আপনার কাছে কখনও আপনার পাসওয়ার্ড, পিন নাম্বার বা ইউজার আইডি জানতে চাইবেন না। চাইলে বুঝতে হবে ডাল মে কুছ নেহি বলকে বহূত কালা হায়।

*সন্দেহজনক বা অস্বাভাবিক যেকোনো অবস্থায় তৎক্ষণাৎ ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে।

আসলে সর্বোচ্য নিরাপত্তা নিশ্চত করেই ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার করা হয়। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। তারপরও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top