Top today
জিয়ারত
সাক্ষাৎ! সাক্ষাৎ!
এ কথাটি মনে পড়ে অকস্মাৎ।
কোথায় দাঁড়িয়ে আছি–গহ্বরে
দুনিয়ার ভোগবিলাস একান্ত করে।
এখানে আসি ক্ষণে পালিয়ে যাই
ধীরস্থির হয়ে দেখি ত–দেখা পাই
আমি বিরাট রাজাধিরাজ–পৃথিবীর অধিকারী
এখানে দাঁড়ালে বুঝি, আমিই ত বড় ভিখারি।
এখানে আমার পূর্বপুরুষ, এখানে আমার বাপদাদা
ক্ষণিকের জীবনশেষে ঘুমঘোরে মগ্ন সদা।
এ কবরবাসে চিরদিন চিরতরে কষ্টে আছেন যাঁরা
প্রার্থনা করি, সর্বদা হোক তাঁদের স্বর্গবাসের জিয়ারা।
২০ কার্তিক, ১৪১৭–
চট্টগ্রাম।