তারে আর খুঁজো নাকো
জীবনের বাঁকে হঠাৎ পরিচয় আমরা দু’জনে ছিলাম মুগ্ধো
সময়ের টানে জীবন নদীর দু’টি শাখা দু’টি দিকে বয়ে চলে
আমি আর তোমাকে খুঁজি নাকো সেই পুরান পথ ধরে
তুমিও খুঁজো না আমায়
হৃদয় ক্ষয়ে ক্ষয়ে প্রেমের রেখা সব মুছে গেছে।
একদিন হৃদয়ে আঘাত দিয়ে অনেক কিছু পাওয়ার লোভে
গিয়েছিলে ছুটে এক প্রতিষ্ঠিত যুবকের কাছে
তারপর আমি এলোমেলো জীবনের ঝড়ে শূন্য চারিদিকে
পথহারা পথিকের মতো
অপরূপ তোমাকে খুঁজেছি এখানে ওখানে হাজারো রমণীর ভিড়ে।
ভরা চুড়ি পরা হাত, কপালে ছোট্ট একটা টিপ
পরনে হলুদ রঙের শাড়ী
সেই তোমাকে আর পায়নিকো আমি।
বেতের ফলের মতো ম্লান ব্যথিত চোখে খুঁজেছি তোমাকে
স্মৃতির আকাশে দুর শূন্য চিলের ডানার মতো অস্পষ্ট হয়ে
আবার হারিয়ে যাও।
গভীর রাতে চুপিচুপি ফিরে এসে
স্মৃতির জানালায় দাঁড়িয়ে কথা কও
অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকের মতো সব মনে পড়ে।
জীবনের অবসাদ যখন তোমাকে ক্লান্ত করে
তখন আঁধারগুজির বুকে বসে তুমি কি আজও
ভাবো আমাকে ?
যেখানে জীবনের চাওয়া পাওয়া থেমে গেছে
সেখানে আবার কেন ফিরে ফিরে আসো?
পৃথিবীর চোরা গলিতে হারিয়েছ যে পথ
তারে আর খুঁজো নাকো।