Top today
বুলবুলিটা
[বাহান্নের ভাষা শহিদদের স্মরণে]
বুলবুলিটা বসে ছিল গোলাপ ঝাড়ে
গাইছিল গান তারে নারে, তা-রে নারে,
কুঁড়িগুলো গানের তালে, মৃদুমন্দ দুলছিল
ধীরে ধীরে সূরে সূরে, পাপড়ি তারা মেলছিল ।
হঠাৎ করে কী যে হল
বুলবুলিটা গান থামাল,
গোলাপ কাঁটা খচাৎ করে বিঁধেছে তার বুকে-
রক্তে যে তার হল রঙিণ গোলাপ গাছের ডাল
অমনি ডালে ফুটল গোলাপ-লাল টুকটুক লাল ।
বুলবুলিটা পড়ল ঢলে
শিশির ভেজা ঘাসের কোলে,
ভোরের বাতাস উঠলো কেঁদে
বুলবুলিটা চক্ষু মুদে
বলল হেসে বলল শেষে- ‘আহা!’
রক্ত দিয়ে ফুল ফোটাল, পৃথ্বী ছেড়ে বিদায় নিল
বুলবুলিটা যখন,
দেখল তাকে আকাশ-বাতাস, দেখল সারা জাঁহা ।