Top today
বেকার
সেদিন সকালে বাড়িতে
বাবা কন হাতখানি বুলিয়ে দাড়িতে-
‘ঘুরে-ফিরে রাত-দিন সকাল-বিকাল
শুয়ে-বসে খেয়ে-পড়ে যাবে কতকাল !
ভবঘুরে হয়ে আর কত দিন ঘুরবে
পাখিসম ডানা মেলে কতদিন উড়বে !
বয়স তো জানো আর কম কিছু হলো না,
কি করতে পারি আর ভেবে কিছু বলো না।
এতদিনেও একটি চাকুরিতো পেলে না
কিভাবে যে চলবে মাথায় আর খেলে না !
পকেটের অবস্থা আমার একদম বাজে
কী করিলে পড়াশুনা লাগছে না কাজে ?
আমি বেঁচে থাকতেই ধরে নাও হাল
আজ মরে গেলে আমি কি করবে কাল ?
কেমন আঁকা-বাঁকা সুকঠিন জীবনের ধারা,
কেমনে কাটবে জীবন পরে ভেবে হবে সারা !’
আমি বলি-শোন বাবা আর ক’টা দিন
আমার এ বেকার জীবন হবেই বিলীন।
কালকের ভাইভাটা দিবো ফাটাফাটি
কে আছে দেখবো মার্ক করে কাটাকাটি।
কাল যদি ফেল করি পরেরটায় দেখবে
জয়েনিং লেটার ঠিক আমাকেই লেখবে।
আঠারটি আবেদন লিখেছিতো সবে
মামারা কেউ থাকলে হয়ে যেতো কবে !