ভ্রমণ করতে ইচ্ছে হয়
কিন্তু পারি না
কারণ শুধু তুমি।
বই পড়তে ইচ্ছে হয়,
কিন্তু পারি না
কারণ শুধু তুমি।
কবিতা লিখতে ইচ্ছে হয়,
কিন্তু পারি না
কারণ শুধু তুমি।
নির্জনে বসে থাকতে ইচ্ছে হয়,
কিন্তু পারি না
কারণ শুধু তুমি।
লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি সর্বমোট মন্তব্য: ১ টি নিবন্ধন করেছেন: মিনিটে