Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সীমানা অনেক দূর!!!

: | : ২৯/১০/২০১৩

 

সীমানা অনেক দূর

তুচ্ছ ভাবনার সীমানা,

জীবনটা নিস্পেশিত

অন্যের আঘাতে,

ভালো কিছু না পাওয়ার আকুতিতে

কাছে থেকেও দেখার তীব্র আকাঙ্খা

মাটি দিয়ে…………

ভালোবাসার মানুষকে

অথবা প্রিয় সন্তানকে

কাছে না পাওয়ার বেদনাতে

সীমানা আজ অনেক দূর……..!

 

সীমানা অনেক অনেক দূর

এক মুঠো ভাত পাওয়ার সীমানা

হাতের কাছে থালা বাসন

পরিস্কার অবয়ব

পানি আছে, নুন আছে

ভাতের আকাঙ্খাও আছে তীব্র

আছে দুরন্ত ছুটে যাওয়ার শক্তি

এক মুঠো ভাত আনার,

তবুও সীমানা অনেক….দূর …!

এক মুঠো ভাত পাওয়ার সীমানা

 

স্বাধীনতা পেয়েছি

খোলা আকাশের নীচে

তোমার হাতে হাত রাখার,

শুভ্র কাশ বনে তোমাতে আমাতে

হারিয়ে যাওয়ার,

তবুও বাধ্য হয়ে বসে থাকা

অন্যের ইচ্ছার কাছে পরাজিত

অন্তিম সুন্দর চাওয়া……

আজ ভালোবাসা পাওয়াতেও,

সীমানা অনেক দূর

 

মায়ের আকুল আবদারে

সন্তানের ঘর থেকে বাহির হওয়া

নারীর টানে চোখের জলে

সন্তানের এলোপাথারি দৌড়াদৌড়ি

তবুও দেখা নামের সরলতায় স্থবিরতা

অন্যের ইচ্ছার কাছে হার মানা

স্বাধীনতার কাছে শৃঙ্খলিত হওয়া

সীমানা আজ অনেক দূর…….

বৈরী মানুষিকতায়

ব্যগ্র অশিক্ষায়,

স্বাধীনতা পাওয়ার, অধিকার পাওয়ার

সীমানা আজ অনেক দূর…….!!!

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top