Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

উপন্যাস ” অমর প্রেম ” পর্বঃ ১৮

: | : ৩০/১০/২০১৩

এদিকে সাথীর পড়াশুনা খুব ভাল চলছে না । স্কুলে পাঠায় না যদি পালিয়ে যায় সে ভয়ে । প্রাইভেটে যায় মুন্নীর সাথে আসেও এক সাথে । বডি গার্ড হিসেবে মুন্নী সর্বদা নিয়োজিত । স্বয়ন অসহ্যে আল্লাহর কাছে প্রার্থনা করল ,
হে আল্লাহ মুন্নীর বিয়ের ব্যবস্থা করে দাও নয়তো ওর মৃত্যু দাও । শুধু এ মেয়েটির কারণে আমি সাথীকে ফিরে পাচ্ছিনা । যে সাথী একদিন মোবাইল না করলে না দেখলে গলা কাটা কবুতরের ন্যায় ছটপট করত , আজ কত দিন হলো দেখা নেই কথা নেই । স্বয়ন মাঝে মাঝে ভাবে সাথী বুঝি ওকে ভুলে গেছে । আবার মনে আশার সঞ্চার হয় সাথী ফিরে আসবে কারণ মাকে বলে গেছে । এ বিশ্বাসে স্বয়ন বেঁচে আছে ।

এত দিন নিজের জন্য যতটি পোশাক কিনেছে সাথীর জন্যও ততটা কিনেছে ।এক দিন মাসুদ নামের এক বন্ধুকে নিয়ে ফ্রেন্ডস মার্কেটে গেছে সাথীর জন্য শাড়ী কিনতে । মাসুদ বলল ,
দোস্ত তুই মিছে মিছি এত সব কিনছিস । মেয়ে মানুষ হলো টাকার ন্যায় যখন যার কাছে যায় তখন তার । এতো দিনে সাথী তোকে ভুলে গেছে ।
তোর ধারণা ভুল , সাথী অন্য মেয়েদের মত নয় ।
কোন মেয়ের সাথে সাথীর তুলনা হয়না । আমাদের মাঝে কসম হয়েছে দু জন মরে গেলেও দ্বিতীয় বিয়ে করব না ।
ঠিক আছে দোস্ত , ক্ষমা করে দে আমি তোর বিশ্বাসের ওপর আঘাত করছি । এবার বল ,
সাথীর কোন কালার পছন্দের ?
সাদা , গোলাপী , হলুদ ও কমলা ।
পরে এই কালারের মধ্যে শাড়ী পছন্দ করে কিনল ।

এদিকে শত চেষ্টা করেও সাথীকে বিয়ে দিতে পারেনি । স্বয়ন সাথীর প্রেম যেন লাইলি মজনু , শিরিন ফরহাদ , রজকিনী চন্ডিদাস ও পার্বতী দেবদাসকেও হার মানাতে চায় ।

মাত্র দুটি বর্ণের সমন্বয়ে গঠিত একটি শব্দ ” প্রেম ” পরমাণুর মত এ শব্দটির বিশ্লেষণ কলম দ্বারা বোঝানো সম্ভব হবে না । তবুও দু একটি বিশ্লেষণ করলে হয়তো কিছুটা ধারণা পাওয়া যাবে ।
ধরা যাক প তে প্রেমিক/প্রেমিকা আর ম তে মিলন অর্থ্যাত্‍ প্রেম অর্থ প্রেমিক/প্রেমিকার মিলন । তাই তো দেখা যায় শত জ্বালা যন্ত্রণা বিরহ বেদনার মহা ঔষধ হল প্রেম ।
পাহাড় তুল্য চিন্তা পালিয়ে যায় এদের মিলনের ফলে । প্রেমিক/প্রেমিকা ছাড়া বিশ্বের বড় ডাক্তার প্রেমের শত ডিগ্রী জ্বর সারাতে পারবে না । জ্বর উষ্ণতায় থার্মোমিটার পুড়ে ছাই হয়ে যাবে ।

অন্যভাবে বলা যায় , প তে প্রিয় আর ম তে মধু অর্থ্যাত্‍ প্রেম মানে প্রিয় মধু । পৃথিবীতে যত খাঁটি মধু আছে তার চেয়ে অধিক বিশুদ্ধ হলো প্রেমের মধু । তাই প্রেমিক/প্রেমিকারা এক বার পান করেছে সে মৃত্যুর পূর্ব পর্যন্ত ভুলতে পারবে না ।

প্রেম এমন একটি স্বর্গীয় বস্তু কেউ একে পাবার জন্য সর্বস্ব হারায় আবার কেউ চায়না প্রেম এসে ধরা দেয় । প্রয়োজন হয় না কোন কঠিন সাধনার । শ্রাবণের বৃষ্টির ন্যায় প্রেমের বাদল ঘর বাঁধে হৃদয়ে ।
আসলে স্বর্গীয় সুখ যার তার ললাটে সয়না ।প্রেম কারো জন্য বিষ আবার কারো জন্য পদ্ম মধু ।
তাই দেখা যায় কেউ সারা জীবন চেষ্টা করেও প্রেমের ঘ্রাণ পর্যন্ত পায়না । কিন্তু স্বয়নের বেলায় ঝুলন্ত পরিনতিতে আছে প্রেম ।

গ্রীষ্মের ছুটিতে স্বয়ন বাড়িতে এসেছে এ খবর কিভাবে যেন শুনেছে । সিদ্ধান্ত নিল পালিয়ে যাবে সন্ধ্যায় । তাই বিকেল থেকে এদিক সেদিক উঁকি মারে । এদিন সন্ধ্যায় স্বয়ন গেছে জুম্মাহাটে গেছে কেনা কাটা করতে ।
সাথী মাগরিবের নামাযের ওয়াক্তে সবাই নামাজে বসছে । এ সুযোগে সাথী রহনা দিয়েছে স্বয়নদের বাড়ির উদ্দেশ্য কিন্তু যেতে জুম্মাহাটের ভেতর দিয়ে অন্য কোন পথ নেই । তবুও মনে অসীম সাহস ,বোরকা পড়া সহসা কেউ চিনবে না । শুধু ওর আব্বু ও কাক্কুর সামনে না পড়লেই চলে । মাগরিবের ওয়াক্তে রহনা দেয়ার উদ্দেশ্য হলো এ সময় কেরাণী মসজিদে থাকবে । আল্লাহর কি রহমত ? বাজারে মধ্য পথে স্বয়নের দেখা পেল । কাছে গিয়ে বলল ,
আমাকে নিয়ে চলো ।
কেন ?
আমি সাথী ।
স্বয়ন আর এক সেকেন্ড বিলম্ব করলনা । একটি রিক্সা ঠিক করল । সাথী রিক্সায় উঠেছে স্বয়ন এক পা রিক্সায় দিয়েছে অন্য পা দিবে ঠিক তখনি মুকুল এসে সামনে দাঁড়াল । কাক্কুকে দেখে সাথীর গলা শুকিয়ে গেল স্বয়ন ও আঁতকে উঠল ।
মুকুল দেরি না করে স্বয়নের কলার ধরে ফেলল । ফোন করল কয়েক মিনিটের মধ্যে সব আত্মীয় স্বজন হাজির । বাদশা থানায় অপহরণ মামলা দিয়ে পুলিশ নিয়ে হাজির । আধা ঘণ্টার ভেতরে ওকে থানায় নিয়ে গেল । সেখানে যদি কোন সমস্যা হয় তাই রাতেই স্বয়নকে কোর্টে চালান দিল ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top