Top today
দুটি পাখি
দুটি পাখি ঝগড়া ভুলে, বলছে হেসে হেসে
`এক হয়েছি আমরা দু’জন, বনকে ভালোবেসে’
এই না শুনে বনের পাখি, পরাণ খুলে হাসে
লাল-সবুজের পাঁপড়ি মেলে, ফুল ফুটেছে ঘাসে
দুটি পাখি ঝগড়া ভুলে, বলছে হেসে হেসে
`এক হয়েছি আমরা দু’জন, বনকে ভালোবেসে’
এই না শুনে বনের পাখি, পরাণ খুলে হাসে
লাল-সবুজের পাঁপড়ি মেলে, ফুল ফুটেছে ঘাসে