Top today
আমার রাজ্য
তুমি কও আমার এখন কি নেই ?
এক বিশাল রাজ্য আছে মোর চিত্তেই
সেথায় একটি সিংহাসন আমার তরে
দু ধারে দুটি বিরহ পাখা বাতাস করে ।
তোমার দেয়া যাতনা একেকটি বীরবল সেনা
দুঃখ প্রহরী আর স্মৃতিগুলো হতাশার সান্ত্বনা
কষ্ট আমার বিছানা অশ্রু আমার কাঁথা
কোমল বালিশ আমার সকল দুঃচিন্তা ।
প্রাতের নাস্তা আমার দীঘল শ্বাস
দুপুরের খানা বক্ষ পূর্ণ হতাশ
মৃত্যু কামনা হয় নৈশ্য ভোজ
হ্যাঁ , এই অভিন্ন খানা রোজ রোজ ।
কভু নেই অরুচিবোধ মজা করে খাই
অফুরন্ত খানা ভান্ডার কখনই অন্ত নাই
এ বিশাল নাট মহলের রাজা আমি
বিনাশ্রমে লভিছি কৃপা করে দিছো তুমি ।
তোমার ন্যায় দাতা আসিলে কেহ
রাজ্যের মনিব হতাম অহরহ
কেউ তো এলো না তুমি কি আসিবে ?
আসিলে কিন্তু বহু তফাতে রবে ।
পা রাখিলে মোর এ রাজ্য সিমানায়
পুড়ে কয়লা হবে শুধু অগ্নি শিখায় ।