Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

শুভেচ্ছা

: | : ৩১/১০/২০১৩

 

 

শুভ জন্ম দিন কবি
শুভেচ্ছা সেরা প্রদায়ক
সুন্দর মুহুর্ত গুলো এ ভাবেই আসে
একের পর এক অবিরত,
হোক না কাকতলীয়
যাচিথ কিংবা অযাচিথ
তবু ও তো মেধা আর মননে কেনা
কষ্টের ফুল গুলো কি
কৃষ্ণ চূঁড়ার ঝাকালো শাখে
লালে লাল হয়ে
বসন্ত বাতাসে কোমল পরশে
কুকিলের কুহু ডাকে
নীল প্রজাপতির সোহাগী চুমোয়
আবেগে আনন্দে উঠে না দোলে?

 
চলন্তিকার সহযাত্রী বলে আমি তো জানি
নিত্য পদচারণা একই পথে
মাঝে মাঝে দেখা
খুনসুটি আনন্দ মাখা
কাব্য আমাদের হোক বা নাহোক
তবু ও তো আমাদের
ছোট ছোট প্রচেষ্টা অবিরত
জীবনের সুন্দর মুহুর্ত গুলো আষাঢ়ে মেঘের
স্নেহ ধারা হয়ে
ঝরে চলন্তিকার পাতায়,
আনন্দ বেদনায়
হাসায় কাঁদায়
ছুঁয়ে যায় কিছু কিছু হৃদয়;

 
এ ও বা কম কিসে ?
জীবন তো একদিন চলে যাবে
কালের অনন্ত গহ্বরে
কর্মের ফুল গুলো স্মৃতী হয়ে
থেকে যাক শুধু চলন্তিকার ‘পরে।

 
অনেক ভালবাসা কবি
অনেক অনেক শুভেচ্ছা
শুভেচ্ছা সকল সহযাত্রী
শুভেচ্ছা চলন্তিকা সম্পাদক
আর ও যারা জড়িয়ে আছেন
চলন্তিকা প্রকাশের সাথে
জানা অজানা সকল নামে
অনেক অনেক শুভেচ্ছা।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top