Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্নমাখা দিনগুলো

: | : ৩১/১০/২০১৩

গিয়েছিলাম মামার বাড়ি
বছর কয়েক আগে
সবুজ ঢাকা গ্রাম গুলো সব
ছবির মতো লাগে

মামার বাড়ির উঠোন জুড়ে
শিউলি ফুলের গাছ
বাড়ির পাশে পদ্ম পুকুর
পুকুর ভরা মাছ ।

মামির হাতের পিঠা-পুলি
ভুলতে কি আর পারি
সেই যে দেখা খড়ের চালা
অবাক গরুর গাড়ি ।

সবাই মিলে চড়ুইভাতি
সবাই মিলে ঘুড়ি
স্বপ্নমাখা দিনগুলো আজ
কেউ করেছে চুরি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top