আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজী অনুদিত ”গীতান্জলি”র জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। বাংলা গীতান্জলি আর ইংরেজী গীতান্জলিতে বেশ পার্থক্য আছে। বাংলা গীতান্জলিতে আছে ১৪৭টি গান। ইংরেজী করার সময় সেখান থেকে নেয়া হয়েছে ৫২টি গান। বাকী ৫১টি গান
Top today
ডুবে গেছ পাপের কালো জলে
কি করে দেখিবে পবিত্র কিরণ?
কালো জলে ঘোলা হয়েছে আঁখি
লুলা হয়েছে দৃষ্টি চরণ।
কর্ণের দুয়ার কালো জলে পূর্ণ
নিষিদ্ধ হয়েছে পবিত্র বাণী।
ময়লার পুরো দেয়ালে মাথা ঠুঁকে
পবিত্র শব্দের প্রতিধ্বনি।
কালো জলের প্রবাহমান নালী
নাসিকার দু’চিকন সুড়ঙ্গ।
দুর্গন্ধের চপেটাঘাত খেয়ে ফিরে এসেছে
সুবাসের পবিত্র তরঙ্গ।
পাপের