পূর্ব প্রকাশের পর
আফরোজা যখন যেখানে থাকে সেখানে প্রকৃতি হাসতে থাকে l আসে পাশে সব মানুষ কে হাসি ঠাট্টা আদর আপ্পায়ন দিয়ে ভরিয়ে রাখা যেন তার একমাত্র কাজ l দেখতে শুনতে সে যে খুব সুন্দরী ত়া নয়।
আফরোজা দেখতে মধ্যমানের সুন্দরী l
আমি তোমার খুউ…ব কাছের
দূরে থেকেও তোমার
নিঃস্বাসের সাঁই সাঁই শব্দ
নাকের গরম বাতাস
অনুভূতিতে আলতো ছোঁয়া
বুঝে যাই এক নিমিষেই
তবুও, ঠিক তবুও
আমি জানতে চাইনা
তোমার মনের গোপন কথাগুলো…..
যেটা তুমি আমার দিকে
___________________________
সুন্দর পুরের পুরোভাগে
সুন্দর করে বেঁকে গেছে
হালদার বাঁক;
জলের তরলে
বেঁকে বেঁকে চলে
রূপোর বাঁকে বাঁকা ঢেউ তোলে ;
এনে যদি বসিয়ে দিই
তোমার স্কন্ধের ‘পরে
কে বলবে বলো-
নদীর বাঁকে আর
তোমার গ্রীবার সৌন্দর্যে
কোন তফাৎ আছে?
ছয় ঋতু
-মোঃ মোসাদ্দেক হোসেন
গ্রীষ্ম যে আসে ঊষ্ণতায়
মধু ফলে ভরে
বর্ষা এলে ঝরে বৃষ্টি
নদী-পুকুর ভরে।
শরৎ যে আসে কাশফুলে
হরেক মেঘের ভেলায়
সোনা ধানে গাঁয়ে গাঁয়ে
হেমন্ত যে দোলায়।
কুয়াশাতে শিশির ঝরে
হাঁড় কাপে যে শীতে
বসন্ত আসে ফুল ফুঠে
ঘ্রান বিলিয়ে দিতে।
ছয় ঋতুতে হরেক রঙে
হাজার নদীর পথে
রুপের সেরা বিশ্বমাতা
হারাই