Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পরের দিন সকাল বেলা স্বয়ন পড়ার টেবিলে ব্যস্ত । মা ডাকছে, ভাত খেয়ে নে ।
আসছি মা ।
স্বয়ন খেতে বসছে ঠিক সে সময় ওর চাচাতো ভাই সাঈদ এসে উপস্থিত । সাঈদ ও স্বয়নের বড় ভাই শহরে পাশা পাশি থাকে । তাই

আনন্দ ও নিরানন্দ–

* অনেকে খেয়ে আনন্দ পায়, অনেকে খাওয়ায়ে। অনেকে দিয়ে আনন্দ পায়, অনেকে নিয়ে। এই দুয়ের মধ্যে উৎকৃষ্ট কে?

* আনন্দ কর কিন্তু সীমা লঙ্ঘন করো না; যে আনন্দ সীমা অতিক্রম করে, সে আনন্দ বিষাদে পরিণত হয় অচিরে।

* মনের আনন্দই

পূর্ব প্রকাশিতের পর

নীল্ এর সময় এখন খুব ব্যস্ততায় কাটে l সকাল আটটায় ঘর থেকে বের হয়, কোনদিন ফিরে ১১ টায়, কোনদিন ১২ টা ১ টা বেজে যায় l বর্ষা প্রতিদিন বিকাল এর সময় ছাদে এসে বসে থাকে l এই কযেকদিন

ওগো নারী –

আপন ভেবেছিলাম আমি তোমায় ;

অথচ্ –অথচ্ তুমি করলে পর ,

আমায় গিয়াছ ভূলে –

দিয়েছো দূরে ঠেলে –

আপন মনে করছ এখন

অন্য স্বামীর ঘর ।

 

তোমার ঘরে ফুটফুটে সন্তান

কাটে দিন হেসে খেলে ,

আমার ঘরটা শূন্য আজো

জ্বলছে আগুন এ বুকে

দিয়েছো যে আগুন জ্বেলে

আমার কথা হাদিস আমার কথা কোরআন।
আমার কথায় নির্ণীত গণতন্ত্রের ঈমান।
আমার স্বার্থের তল্পিবাহক আমার কেনা গোলাম।
আমার হুকুম মেনে নিয়ে করিবে সালাম।
আমার ইচ্ছা আইন আমার ইচ্ছা সংবিধান।
আমার ইচ্ছার অমান্য গণতন্ত্রের অপমান।

জনগণ সিঁড়ি-ক্ষমতার মিম্বরের।
নিম্নজাত জনগণ আমার জাত অম্বরের।
গণতন্ত্র আমার ঘরের অসহায় রক্ষিতা।
উজাড় করে

ঈদের পরে এলাম ফিরে বাসায়
কেমন আছেন বলেন দেখি সবাই,
কাটলো কেমন ত্যাগ মহিমার ঈদ
কতটুকুন কে করেছেন জবাই।

কয়েক জনের দুঃখ ছিল জানা
হাতে টেনে নিলাম আপন করে,
আমার মনে ছিল যত সুখ
বিলিয়ে দিলাম সবার ঘরে ঘরে।

দুঃখ-ব্যথা নিয়েছি যতটুকুন
সেগুলো আজ সুখ হয়েছে মনে,
ইচ্ছে হলেই হাত

_________________________

 

পাথর ছুঁড়লে সইতে পারি

ফুল  ছুঁড়লে নয়

পাথর লাগে গায়ের ‘পরে

ফুলের লক্ষ্য হৃদয়,

 

ফুল ছুঁড়ো না ভুল করে গো

পাথর ছুঁড়ো গায়

সোনার স্বপ্নে রূপোর হৃদয়

তবু তোমায় চাই,

 

ভুল করে গো ফুল এনেছি

নাও গো আঁচল ভরে

গণতন্ত্র কি আবার ধর্ষিত হবে রাজপথে
ধর্ষিতার লাল রক্তে রঞ্জিত হবে কি পিচঢালা পথ
ধর্ষিত জনতার আর্তচিৎকার কি আবার শোনা যাবে বিষাক্ত নীল আকাশে
ক্ষমতার মোহে অন্ধ যারা তাদের কানে কি পৌঁছবে ছেলে হারানো বাবার বুকফাটা কান্নার আওয়াজ?
গণতন্ত্র গণতন্ত্র, জনগণের শাসন বলে যারা

আচানক ধাক্কা খেয়ে
স্বপ্ন থেকে বাস্তবে পড়েছি আমি !

প্রথমত: ধাঁ ধাঁ লেগে গেলো !
ঝিম ঝিম বেজে চলে মাথা !

স্বাভাবিক হয়ে ভাবি,
কী স্বপ্নে ডুবেছি নিদ্রায় ?

এখানে ওখানে খুঁজি
মনে ও মগজে
সযত্ন স্মৃতিতে খুঁজি
চেতনায়, অবচেতনায়
মগ্ন ও সুপ্ত চেতনায়
আঁতিপাতি খুঁজে
স্বপ্নটাকে ধরাই গেলো না !

আজকাল স্বপ্নটপ্নগুলো
দেখা

রুমানা
তুমি জানলে না
আঘাতের যন্ত্রণা
তোমাকে ভালোবেসে
পেয়েছি লাঞ্ছনা।

রুমানা
তুমি বুঝলে না
তুমি শুনলে না
আমার সাথে করেছ তুমি
শুধু ছলনা ॥

রুমানা
অন্য পুরুষকে নিয়ে
পালিয়ে গিয়ে
হয়েছ তুমি
এক চরিত্রহীনা ॥

রুমানা
কত কষ্ট দিয়েছ তুমি
জানে শুধু অন্তর্যামী
তবুও তুমি সুখি হও
এই মোর কামনা ॥

go_top