পরের দিন সকাল বেলা স্বয়ন পড়ার টেবিলে ব্যস্ত । মা ডাকছে, ভাত খেয়ে নে ।
আসছি মা ।
স্বয়ন খেতে বসছে ঠিক সে সময় ওর চাচাতো ভাই সাঈদ এসে উপস্থিত । সাঈদ ও স্বয়নের বড় ভাই শহরে পাশা পাশি থাকে । তাই
আমার কথা হাদিস আমার কথা কোরআন।
আমার কথায় নির্ণীত গণতন্ত্রের ঈমান।
আমার স্বার্থের তল্পিবাহক আমার কেনা গোলাম।
আমার হুকুম মেনে নিয়ে করিবে সালাম।
আমার ইচ্ছা আইন আমার ইচ্ছা সংবিধান।
আমার ইচ্ছার অমান্য গণতন্ত্রের অপমান।
জনগণ সিঁড়ি-ক্ষমতার মিম্বরের।
নিম্নজাত জনগণ আমার জাত অম্বরের।
গণতন্ত্র আমার ঘরের অসহায় রক্ষিতা।
উজাড় করে
_________________________
পাথর ছুঁড়লে সইতে পারি
ফুল ছুঁড়লে নয়
পাথর লাগে গায়ের ‘পরে
ফুলের লক্ষ্য হৃদয়,
ফুল ছুঁড়ো না ভুল করে গো
পাথর ছুঁড়ো গায়
সোনার স্বপ্নে রূপোর হৃদয়
তবু তোমায় চাই,
ভুল করে গো ফুল এনেছি
নাও গো আঁচল ভরে
আচানক ধাক্কা খেয়ে
স্বপ্ন থেকে বাস্তবে পড়েছি আমি !
প্রথমত: ধাঁ ধাঁ লেগে গেলো !
ঝিম ঝিম বেজে চলে মাথা !
স্বাভাবিক হয়ে ভাবি,
কী স্বপ্নে ডুবেছি নিদ্রায় ?
এখানে ওখানে খুঁজি
মনে ও মগজে
সযত্ন স্মৃতিতে খুঁজি
চেতনায়, অবচেতনায়
মগ্ন ও সুপ্ত চেতনায়
আঁতিপাতি খুঁজে
স্বপ্নটাকে ধরাই গেলো না !
আজকাল স্বপ্নটপ্নগুলো
দেখা