Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কথা ছিল দু’জনে
বিয়ে করব গোপনে,
শুধু তোমার কারণে
ঘর হল না জমিনে।

সুখ নেই জীবনে
দুঃখ নেই মরণে,
শুধু তোমার কারণে
বাচঁতে চাইনা ভুবনে।

ঘুম নেই নয়নে
পথ চলছি গোপনে,
শুধু তোমার কারণে
ঘুরি এখন বনে বনে।

ছন্নছাড়া জীবনে
যাব আমি কোনখানে
শুধু তোমার কারণে
কাজ

আমার সবাই কচিকাঁচা
সবুজ কুঁড়ির দল
ইসলামরে আদর্শে গড়বো জীবন
এই করেছি পণ।
সাগরের মত চলবো মোরা
মানবো নাকো বাঁধা
তরুর মতো উদার হয়ে
বিলিয়ে দেব সেবা,
আল্লাহর আদেশ মানবো মোরা
ইসলামের পথে চলবো
দুঃখী মানুষের পাশে দাঁড়াব
দেব মুখে অন্ন,
মোদের শ্রমে ফলবে ফসল
দেশটা হবে ধন্য।

মনির বাপের ছিলো বেজায় সাহস
চেয়ারম্যানের লায়ঠাল আছিলো সে
সেই বছর ম্যালা অভাব ঘরে
বাইরে তহন রাজনীতির আগুন
সবাই বলে স্বাধীন হবে দ্যাশ
রক্ত যখন ঝরবে পথের ‘পরে।

সেই দিন দবির মিয়াঁর সাথে সাঁঝের বেলা
কানাকানি ফিসফাস করলো তারা ম্যালা
নিশুত রাতের আধার সাথে করি
পাড়ি জমায় পাশের দ্যাশে
আশার

চলো না আজ যাই বনে
জোছনা মাখাই সারা অঙ্গে
রূপকথা হয়ে পাশে পাশে
দিশেহারা হয়ে জোছনায় হারাই তোমার সনে।
তারা নেই, দেখ অই আকাশেতে
না হয় আমি তারা হব আজ আকাশের,
কোন তারাটি এই আমি
গুনে গুনে তুমি খুঁজো আমারে
রাত পার হয়ে জোছনা মিলাবে মাটিতে।
চলো না জোছনায়

স্বপ্ন দেখায় আগের মত আর মজা নেই,
বিংশশতাব্দীর স্বপ্ন বেজায় চতুর, হাত পা গজিয়েছে বোধ হয়
তাই তো আগের মত, বিনম্র আহ্লাদ নেই বললেই চলে
যত সব বস্তা পচা ভাবনা আকড়।

এখন কার স্বপ্নে মনটা বিষিয়ে উঠে,
নেই যেন স্বপ্নের উদ্দীপনা, তাই তো নতুন প্রজন্ম

পরের দিন স্বয়ন বেশ সুস্থতা অনুভব করছে । মাকে বলল ,
আমি স্কুলে যাব ।
দু এক দিন বিশ্রাম নাও ।
মায়ের কথা স্বয়ন অমান্য করতে পারল না । তাই পড়ার টেবিলে সময় ব্যয় করছে হঠাত্‍ ঘড়ির দিকে নজর দিয়ে দেখল ১২ টা

আমার ছোটবেলা থেকেই
তোমরা আমাকে অবহেলা করেছ
কাছে আসনি ভালবাসনি
শুধু দূরে থেকেই
হরেক রঙের স্বপ্ন দেখিয়েছ।

অথচ শুনে রাখো……
একদিন তোমরা আমার হাতে ধরা পড়বেই
দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে থাকবেই।।

না, কোথাও যেতে দেব না সেদিন।
রিকশার সিটের ভেতরেও না
জুতার-মোজার ভেতরেও না।
সিন্দুকেও না, বিছানা-বালিশেও না
দোকানেও না, বাজারেও

 

ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট

হাত বাড়ানোর স্বপ্ন

পৃথিবীকে হাতের মুঠোয় আনার স্বপ্ন,

কিম্বা দিব্বি আকাশ চুম্বী

বাড়ি বানানোর স্বপ্ন ?

ছোট্ট ঘর বলেই কি স্বপ্ন ছোট

কম্পিউটার দিয়ে

বিমান চালানোর স্বপ্ন,

অথবা মোবাইল ফোনে

রাজ্য

যেন মিশে আছি আমি
সেই শ্রাবণের রাতে
সহস্র ছড়ানো কোন
শিউলির প্রভাতে
যেন মিশে আছি ঠিক
এই মাটির সাথে
দূরের বাতাসে ভেসে আশা
ছাতিমের গন্ধভরা রাতে।
যেন দুচোখ থমকে দাড়ায়
দেখে মেঘবালিকার হাসি
আমি তাই বারবার এই
বাংলায় ফিরে আসি।

শিয়াল মামা খেঁক শিয়াল

জন্ম একই  গর্ভে ,

সময়ের পরিবর্তন
জন্ম একই পর্বে ।

 

দেখতে দু-জন ভিন্ন রকম

ভিন্ন সুরে ডাকে ,

শিয়াল মামা শিয়াল দলে

নেয় না কভু তাকে ।

 

শিয়াল মামা মুরগী নিয়ে

ভয়ে পালায় দূরে ,

খেঁক শিয়ালের সাহস অতি

থাকে মানব পুরে ।

 

শিয়াল মামা কুকুর ভয়ে

গ্রাম ছেড়ে

go_top