কথা ছিল দু’জনে
বিয়ে করব গোপনে,
শুধু তোমার কারণে
ঘর হল না জমিনে।
সুখ নেই জীবনে
দুঃখ নেই মরণে,
শুধু তোমার কারণে
বাচঁতে চাইনা ভুবনে।
ঘুম নেই নয়নে
পথ চলছি গোপনে,
শুধু তোমার কারণে
ঘুরি এখন বনে বনে।
ছন্নছাড়া জীবনে
যাব আমি কোনখানে
শুধু তোমার কারণে
কাজ