ঈদে গিয়েছিলাম গ্রামের বাড়ি। ভূঁইয়া বাড়ি আমাদের। আমার বয়সী ও ছোট বড়ো চাচাতো বোন আছে ৭ জন। পাড়ায় আরো কয়েকজন মেয়ে আছে। বাড়ি গেলেই ওরা আমার সঙ্গী হয়ে যায়। আনন্দই আনন্দ।
আমার ছোট চাচার মেয়ে তানজিয়া। ক্লাস এইটে পড়ে। খুব স্মার্ট।
___________________________________________
প্রতিশোধের চিত্রপটে আঁকা প্রহসন
লুকোচুরি খেলা, বিচার বিকার, মরন বিকাল বেলা,
নির্মম হত্যাযজ্ঞের নির্বোধ পরিকল্পণা, গর্দভ মস্তিস্কের উর্বর ভাবনা,
শেয়াল পন্ডিতের কুমির ছানা পড়ানোর ঘটনা যে কেন
আমরা ভুলে গেলাম তা আজ অবোধ্য এক স্মৃতীভ্রম;
পিতৃব্যের পানি ঘোলার আজগুবি অজুহাতে
হরিণ শাবক বধে
উদ্যত হিংস্র হায়েনা।
বেহায়া
কেন বেঁচে আছি ?
তুমি আছ তাই—এ মায়া ছোঁয়া
জীবনের স্পর্শ লেগে থাকা–
বেঁচে আছি হাওয়ায়,নীলাকাশে,
ঘাস মাটির শয্যায়,বেঁচে আছি বসন্ত পলাশে
উৎসবে,ওড়নার ঝালর ফাঁকে উঁকি
আয়ত আঁখির পলকে–
আমেজি স্পর্শকাতরতায়,কখনও অনায়াস
গভীরতায় ডুবে থাকা।
বেঁচে আছি,ছুঁয়ে আছি কিছু আবেগ আবেশে
টুকরো টুকরো জড়ানো ইচ্ছেগুলোর
শুয়ে থাকা উদাম দেহ,সংজ্ঞার পরিপাটি
পদ্ম বিছানা—টলমল