স্বদেশ–
* ও আমার শ্যামল দেশের পল্লীভূমি
কী অপরূপ স্নিগ্ধ রূপে রূপসী তুমি!
বাঁশের ঝাড়ে বকের সারি
ফলবাগানের কাননবাড়ি
আমাকে মুগ্ধ করে পদ্মদিঘির জলকলমি–
ও আমার শ্যামল দেশের পল্লীভূমি॥
মাঠের ওই ঈশানকোণে চরে ধেনু
জলের ওই ডোবার বুকে ভাসে পেনু।
শাপলাবিল আর বাবলাগাছে
মন হরে নেয় খঞ্জননাচে
আমি ধন্য ওগো ধন্য