তুমি চলে গেলে রৌদ্রহীন নগরে
রেখে গেলে একমুঠো স্মৃতি
এমনই চলে যেতে হয় জানি
কিন্তু এভাবে অকালে অকারণে
সবকিছু এলোমেলো করে চলে যাবে–
বিষাদের কোকাফে সাঁতারে শুধু স্মরণ
কোথায় মিলে আর আলোদীপ্ত নগর
শোকের করিডোরে দাঁড়িয়ে শুনি আর্তনাদ
কাঁদছে ব্যথিত আকাশ–অবকাশ নেই
অঝরধারায় ঝরছে ঝরঝর চরমাঘাতের অশ্রু।
তুমি যে আত্মার