Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি চলে গেলে রৌদ্রহীন নগরে

রেখে গেলে একমুঠো স্মৃতি

এমনই চলে যেতে হয় জানি

কিন্তু এভাবে অকালে অকারণে

সবকিছু এলোমেলো করে চলে যাবে–

বিষাদের কোকাফে সাঁতারে শুধু স্মরণ

কোথায় মিলে আর আলোদীপ্ত নগর

শোকের করিডোরে দাঁড়িয়ে শুনি আর্তনাদ

কাঁদছে ব্যথিত আকাশ–অবকাশ নেই

অঝরধারায় ঝরছে ঝরঝর চরমাঘাতের অশ্রু।

 

তুমি যে আত্মার

আমার স্ত্রী ফারজানাকে চায়ের কথা বলার জন্য রান্নাঘরে গেলাম। দেখলাম সে কোরবানির মাংস বাছতে গিয়ে খুব ঘেমে উঠেছে। কানের পাশের চুলগুলো ঘামে ভিজে লেপ্টে আছে। আমাকে দেখে সে বললো, কিছু বলবে?

ওর এই ব্যস্ততার মাঝে চায়ের কথা বলতে মন সায় দিল

(এই গল্পের বিষয়বস্তু পুরোটাই কাল্পনিক, কেউ মনে আঘাত পেলে ক্ষমা করবেন)
ক’দিন থেকে মা’র চোখ দিয়ে পানি ঝরছে, কোন কিছু খাচ্ছে না, মাঝে মাঝে তার জোয়ান ছেলের দিকে তাকিয়ে হাম্বা, হাম্বাকরে ডাকছে। ছোট ছেলেটা একটু খাদক টাইপের, খাবার পাইলে তাহার আর

চক-চকে সাদা বক্

নীল আকাশে উড়ে ,

চোখ ধাধিয়ে চোখ ফাঁসিয়ে

ঝিলের মঝে ঘোরে ।

 

জলের ঢেউয়ে শাপলা হাসে

ভাসে শাপলা পাতা ,

ঝোপের ভিতর মেছো

পাখি খুলছে ছড়ার খাতা ।

 

বকের ডরে মাছ পালায়

গভীর জলের তরে ,

লেজ দেখিয়ে লজ্জা দেয়

ঘৃনা জানায় তারে ।

______________________

 

 

খলের নেই রে ছলের অভাব

মিথ্যেবাদীর শেয়াল স্বভাব

অতি চালাকের গলায় দড়ি

খায় যে শেষে ঝাটার বাড়ি।

 

 

_______________________

আমি অন্তযামি নই, তাই বলতে পারবো না চলন্তিকার ভবিষ্যত কি। চলন্তিকা স্বগর্বে পৌছে যাক সফলতার চূড়ান্তে, এই কামনাই করি নিরন্তর। তবে আজ আমি চরম হতাশ! গুনে গুনে(স্টিকি ব্যতীত) প্রথম ২০টি পোস্ট দেখলাম যার মধ্যে ৫টি পোস্ট পড়া হয়েছে ১ বার,

ছোট পাখি টুনটুনি

হাওয়ায় ভেসে –

উড়ে এসে –

গাছের ডালে বসে ,

অতি ছোট সে গাছে

গাছ বেয়ে –

লতা ছেয়ে

পড়ল পাখি ধসে ।

 

রোজ সকালে জেগে উঠে

পাখি – টাকে খুঁজি ,

হয়েছে কি রাতে খাওয়া ?

নয়তো খাও সুজি ।

 

পূর্ব প্রকাশিতের পর

ঘর থেকে বের হতে গিয়ে একটা হোচট গেল দরজায় রাশেদ, মনটা ই খারাপ হয়ে গেল আজকে দিন টা মনে হয় কুফা
আল্লাহ আজকে ইন্টারভিউ টা যেন ভালো হয়. এই জব টা পাইয়ে দাও আল্লাহ

ঘর থেকে বের হয়ে আজকে মনের

মানিক ভালোবাসে রীমাকে,
ঝুমা বলে, মানিক ভালোবাসি তোমাকে।
মানিক বলে, ক্ষমা কর আমায় আমি রীমাকে ভালোবাসি,
ঝুমা বলে, দেখ মানিক ও কিন্তু একটা দাসী।
রীমা রেগে গিয়ে বলে, কি বললি ঝুমা!
এখনই তুর ছিড়ছি গায়ের জামা।
আমার মানিককে তুই নিতে চাস,
তুর গলায় দেব এখন ফাঁস।
ঝুমা বলে,

দু’চোখ আমার
মো: ওবায়দুল ইসলাম।

সওর হলাম আশাকে ঘোড়াকে করে তার ‘পরে
বালুময় দূর্গম পথে; বলব-কিছু কথা,
বৃহৎ এ আশাটা মানায় নি বুকের ঘরে
ব্যর্থ হয়ে ফিরে আসি; দুঃখ পাই অযথা।
ব্যর্থতার গ্লানি আছে, নেই সুখের আশ্বাস,
দু’চোখ আমার-শ্রাবনের অঝোর আকাশ।

কেমন করে এই মুখখানি দেখাই সেথা,
যেথা

go_top