চাঁদ কয় আমারে-
কেনো জেগে থাকিস?
একা একা সারা রাত
কি তুই ভাবিস্?
আমি কইলাম-চাঁদ রে
প্রশ্ন তোর সহজ,
উত্তর দিতে গেলেই কেবল
কম পরে মগজ।
এই কথা শুনে চাঁদ
আওয়াজ ছাড়া হাসে,
সেই হাসিতে ধরণী
আলোর বন্যায় ভাসে।
সে হাসিতে পষ্ট হলো
দেখলো আমার চেহারা,
তা দেখে চাঁদ কয়-
আহারে!বেচারা।
Top today