বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে থ্রিজি প্যাকেজের অনুমোদন পেলো দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংক। ১৫টি নির্দিষ্ট শর্ত ও ইন্টারনেটের ঘোষিত গতির কমপক্ষে ৭০ ভাগ গ্রাহক পর্যায়ে নিশ্চিত করার নির্দেশনা দিয়ে দেশের শীর্ষ তিন মোবাইল
Top today
প্রেম মানে
দু’জনার বেঁচে থাকার প্রত্যশা,
বিফলতায় আসবে হতাশা।
প্রেম মানে
দু’টি হৃদয়ের চাওয়া পাওয়া,
মন দেয়া নেয়া।
প্রেম মানে
যন্ত্রণা আর বুক ভরা ব্যথা,
ছোট ছোট কথা।
প্রেম মানে
দু’টি জীবন বাঁচার অনুভূতি,
প্রেমিক প্রেমিকার বিচ্যুতি।