Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সব কথার শেষ কথা রাখ স্বাধীনতা
সব কথার শেষ কথা দেশকে ভালবাসা।

দেশের স্বাধীনতা রক্ষায় কি করণীয় 
 
বা  দেশের প্রতি ভাল বাসা প্রকাশে কি করণীয় 

কালকে থেকে ভাবছিলাম কি লিখা যায় এ নিয়ে
কিভাবে বা কি করলে আমাদের স্বাধীনতা কে আরো মহিয়ান করা যায় ??

বা

এই চিত্ত কাননে
ফুটিল কুসুম , ফুটিল
বড় নিবীড় গোপনে
ভ্রমর তো না দেখিল ।

ফুল আমার এই মন ফুল
একায় একায় সেথায়
পায় না সুখের কূল

কত হেলায় হেলায়
বেলা চলে যায়
বৃন্তেই যে শুকিয়ে গেল
কারো নজর না পড়িল ।

*****
বাংলা মায়ের শ্যামল মাটি
সোনার চেয়েও বেজায় খাঁটি।
জন্মভূমি মা যে আমার
স্বাদ জাগে মা বেঁচে থাকার।

*****
হাটতে হাটতে পথ চেনা হয়
নাইতে গিয়ে সাঁতার,
ভালোবাসার অনেক ভীড়ে
সত্যটায় যে আঁধার।

বৈদেশ গেলে বন্ধু তুমি আমায় ভুইলোনা, চিঠি দিয়ো পত্র দিয়ো জানাইয়ো ঠিকানারে,জানাইয়ো ঠিকানা…। বন্ধু বা আপনজন দূর বিদেশে যাবার সময় যখন বুকফাটা কান্নায় বিদায় নিতে উদ্যত হতেন তখন দেশের বন্ধু বা প্রিয়জন তার প্রিয়তমকে বিদায় দেবার কিংবা অনেক দিন পাশে

এরপর আমরা রওয়ানা হই আঁগা খা প্যালেসের দিকে ……….. সেখানে ঘুরে দেখার সময় ছিল মাত্র ২০ মিনিট তাড়াহুড়া করে ছবি তেমন উঠাতে পারিনি ।

১। ভিতরে ঢুকেই একটা ক্লিক…….

২। ভিতরকার আরেকটা ছবি । বটগাছ………..

৩। প্রাসাদে ঢুকার গেইটে এমন সুন্দর ফুলই ফুটেছিল

৪। 

নিঃশব্দ নীরবতায় ক্রমশ গ্রাস করছে পৃথিবীকে। সমস্থ পৃথিবীর মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু দু’ চোখে মিনুর। শত চেষ্টায় ব্যর্থ হয় নিদ্রাদেবীর কাছাকাছি যেতে সে। বাইরে বেরিয়ে বেলকোনিতে আসে মিনু। জ্যোৎস্নাস্নাত রাত,অদূরে ঝি ঝি পোকার ডাক। জোনাকির ক্ষীণ আলোয় এমুহুর্তে প্রকৃতিটাতে

সুমনা!
তুমিতো আমায় ভুলে গেছ?
ভুলার তো কথাই!
কারণ আমার চেয়ে যে,
ভাল একটা বর পেয়েছ তুমি।
তোমারতো সবই ছিল
রূপ, যৌবন, রস
কিন্তু আমার তো ছিল না
এর কিছুই।
তুমি পেয়েছ আজ
স্মার্ট স্বামী,
ধুকে ধুকে মরছি
একলা আমি।

সুমনা!
তোমার প্রতি
একটি প্রশ্ন আমার
তুমি সত্যি কি সুখী হতে পেরেছ?
বল, চুপ করে আছ কেন?
তুমি

নীলপালকের মাছরাঙাটার
লালঠোঁটে কি ধার !
ঝুপ্ করে সে নেমে পড়ে
টুপ্ করে সে উঠে পড়ে
ঠোঁটের ফাঁকে পুঁচকে পুঁটির
বুকফাটা চিৎকার !

পৃথিবীতে যত শহর আছে, তার কোনোটাই একদিনে গড়ে উঠেনি। নানা বৈশিষ্ট্য আর স্বকীয়তায় প্রতিটি শহরের সুনাম রয়েছে। দীর্ঘ দিনের আবর্তে গড়ে উঠেছে এসব শহর।ঢাকা শহরেরও রয়েছে তেমনি স্বতন্ত্র বৈশিষ্ট্য। নিজস্ব স্বকীয়তায় ঠাঁই দাঁড়িয়ে আছে এই ঢাকা। আজ থেকে ৪০০ বছর

আলোর দেখা পাবে ভেবে

খুশিতে ছিলে আটখানা।

ভেবেছিলে ভোর রাত

জ্বেলে রেখেছ কুপীখানা।

এই তো আর কিছুক্ষণ

প্রভাত নাড়বে কড়া।

গগন ছিঁড়ে নেমে আসবে

আলোর ঝর্ণা ধারা।

বাঁচিয়ে রাখনি কুপীর তেল;

পুড়িয়ে করেছ খতম।

আপন ইচ্ছার উচ্চমান;

আপন কথার অহম।

 

 

ছিল না তখন ভোর রাত;

ছিল তা সন্ধ্যা।

ভুল ছিল আন্দাজ

কপাল তোমার মন্দা।

 

 

সবে মাত্র

go_top