সব কথার শেষ কথা রাখ স্বাধীনতা
সব কথার শেষ কথা দেশকে ভালবাসা।
দেশের স্বাধীনতা রক্ষায় কি করণীয়
বা দেশের প্রতি ভাল বাসা প্রকাশে কি করণীয়
কালকে থেকে ভাবছিলাম কি লিখা যায় এ নিয়ে
কিভাবে বা কি করলে আমাদের স্বাধীনতা কে আরো মহিয়ান করা যায় ??
বা
আলোর দেখা পাবে ভেবে
খুশিতে ছিলে আটখানা।
ভেবেছিলে ভোর রাত
জ্বেলে রেখেছ কুপীখানা।
এই তো আর কিছুক্ষণ
প্রভাত নাড়বে কড়া।
গগন ছিঁড়ে নেমে আসবে
আলোর ঝর্ণা ধারা।
বাঁচিয়ে রাখনি কুপীর তেল;
পুড়িয়ে করেছ খতম।
আপন ইচ্ছার উচ্চমান;
আপন কথার অহম।
ছিল না তখন ভোর রাত;
ছিল তা সন্ধ্যা।
ভুল ছিল আন্দাজ
কপাল তোমার মন্দা।
সবে মাত্র