কে এই স্বয়ন ? পরিচয় জানলে হয়তো অনেকে বলবেন ,
এতো আকাশ কুসুম কল্পনা ।
স্বয়ন সাধারণ একজন কৃষক পরিবারের ছেলে ।স্বয়নের বাবা ছিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরের একজন ধনাঢ্য কৃষক । ওদের ছিল দুইশ শতাধিক বিঘা জমি । স্বয়নের
_______________________________________________________________________________
এক সকালে দেখি- তালা চাবি পিঞ্জর পরে আছে সব ঠিকঠাক
আগে যেমন ছিল , যেমন থাকার কথা, তেমনি সকলি আছে;
উড়ে গেছে শুধু সোনার মৌমাছি হায় কোন ফাকে অদৃশ্য বাতাসে;
রূপার বাটী দু’টো উল্ঠে পরে আছে খোলা,সদ্য স্ব্প্নের রেশ এখনও
অনড় দু’টো কালো জাম
বর্ষা গেলো, শরৎ এলো
হাওয়া বয় এলোমেলো,
মেঘ-রোদ খেলে, হাসে দেখ অভ্র
মেঘেরা যেনো, শাড়ি পড়ে আছে শুভ্র।
প্রভাতটা শরতের, হালকা ধুম্র
রবির কিরণের আভাটাও, থাকে অতি নম্র।
ঘাসে লেপ্টে বিন্দু বিন্দু নিশাজল
চারদিকে ছড়িয়ে মুক্তো, কিরণে জ্বলজ্বল।
আকাশটা ছেয়ে আছে গাঢ় নীলিমায়
মেঘপুঞ্জ উঁকি মারে, দৃষ্টির সীমানায়।
একটু একটু
কথা দিলে তুমি,
সারা জীবন আমার সাথে থাকবে
আমায় নিয়ে ভাববে
আমাকে ভালবাসবে।
কথা দিলে তুমি,
এক সাথে থাকবে
এক সাথে ঘুরবে
এক সাথে মরবে।
কথা দিলে তুমি,
জোসনা রাতে হাটঁবে
পাশাপাশি বসবে
ভালোবাসার কথা বলবে।
কথা দিলে তুমি,
এক জায়গায় থাকবে
এক ঘরে রইবে
একই কথা বলবে।
কথা দিলে তুমি,
আমায় ছেড়ে থাকবে না
কাউকে বিয়ে করবে